Home> কলকাতা
Advertisement

লেপ থেকে উঠে শীতের কামড় টের পেল শহরবাসী

আজও সকাল থেকে কনকনে শীত কলকাতায়। আগামী কাল পর্যন্ত বজায় থাকবে শীতের দাপট। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়ায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী চব্বিশঘণ্টা বজায় থাকবে উত্তুরে হাওয়ার দাপট। তার পর সাময়িক ভাবে সামান্য বাড়বে তাপমাত্রা।

লেপ থেকে উঠে শীতের কামড় টের পেল শহরবাসী

ওয়েব ডেস্ক: আজও সকাল থেকে কনকনে শীত কলকাতায়। আগামী কাল পর্যন্ত বজায় থাকবে শীতের দাপট। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়ায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী চব্বিশঘণ্টা বজায় থাকবে উত্তুরে হাওয়ার দাপট। তার পর সাময়িক ভাবে সামান্য বাড়বে তাপমাত্রা।

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে থাকবে শীতের তীব্রতা। আকাশ পরিষ্কার থাকায় কমবে তাপমাত্রা। তবে থাকবে উত্তুরে হাওয়ার দাপট। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

২০১৩ সালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালের সর্বনিম্ন তাপমাত্রা নামে ১১.৩ ডিগ্রি সেলসিয়াসে।

গত দু বছরকে টেক্কা দিতে না পারলেও ২০১৫ সালের ১১ জানুয়ারিতে তাপমাত্রা নামে ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে। যাকে জানুয়ারি মাসের এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ধরা হচ্ছে।

Read More