Home> কলকাতা
Advertisement

মর্মান্তিক দুর্ঘটনা, ডিউটি থেকে ফেরার সময় একবালপুরের কাছে মৃত্যু এক পুলিস কর্মীর

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই অন্যান্য পুলিস কর্মীরা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে

মর্মান্তিক দুর্ঘটনা, ডিউটি থেকে ফেরার সময় একবালপুরের কাছে মৃত্যু এক পুলিস কর্মীর

নিজস্ব প্রতিবেদন: সোমবার রাত সাড়ে ১০টা। ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। হঠাত্ই একটি লরি পিছন থেকে ধাক্কা মেরে চলে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন কলকাতা পুলিসে কর্মরত বিকাশ চন্দ্র রায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে একবালপুর রোড ক্রসিংয়ের কাছে।

পুলিস সূত্রে খবর, সোমবার রাতে কাজ সেরে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন ৫০ বছর বয়সী ওই পুলিস কর্মী। নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা বিকাশবাবু গার্ডেনরিচ থানার এএসআই ছিলেন। এ দিন একবালপুর রোডের ক্রসিংয়ের কাছে আচমকা একটি লরি ধাক্কা মেরে চলে যায়। বাইক থেকে ছিটকে পড়েন বিকাশবাবু।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই অন্যান্য পুলিস কর্মীরা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিস সূত্রে খবর, প্রথমে সিএমআরআই-তে নিয়ে যাওয়া হয় তারপর এসএসকেএম-এ। কিন্তু ততক্ষণে হার স্বীকার করে নিয়েছেন বিকাশবাবু।

আরও পড়ুন- করোনা সংক্রমিত টানেল ইনচার্জ-সহ ১৬, বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ

ঘাতক গাড়ির চালক পলাতক। রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির তদন্তে নেমেছে একবালপুর থানার পুলিস।

Read More