Home> কলকাতা
Advertisement

Gardenreach Flyover: ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা, জখম বাইক আরোহী

SSKM হাসপাতালে ভর্তি তিনি। 

Gardenreach Flyover: ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা, জখম বাইক আরোহী

নিজস্ব প্রতিবেদন: ফের চিনা মা়ঞ্জায় দুর্ঘটনা। জখম হলেন এক বাইক আরোহী। এবার ঘটনাস্থল, গার্ডেনরিচ উড়ালপুল (Gardenreach Flyover)।

পুলিস সূত্রের খবর, ওই বাইক আরোহীর নাম মহম্মদ আরশাদ। মধ্য কলকাতার  নাওয়াব আব্দুল লতিফ স্ট্রিটের বাসিন্দা তিনি। ঘড়িতে তখন ৬টা ২৫। এদিন সন্ধ্যায় গার্ডেনরিচ উড়ালপুল (Gardenreach Flyover) দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন আরশাদ। আচমকাই মাঞ্জার সুতো পেঁচিয়ে যায় গলায়। প্রায় সঙ্গে সঙ্গে বাইক থেকে  পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত পুলিসকর্মী। 

আরও পড়ুন: বেহালার ঘটনায় ক্ষুদ্ধ লালবাজার, থানায় থানায় পাঠানো হল বিশেষ বার্তা

কলকাতায় চিনা মাঞ্জায় দুর্ঘটনা ঘটেছে একাধিকবার। কয়েক মাস আগে লোহার জাল লাগানো হয় মা উড়ালপুলের একটি অংশে। যে অংশে এই জাল লাগানো হয়, সেই অংশে কিন্তু দুর্ঘটনা ঘটেনি। এবার গোটা মা উড়ালপুলের দু'দিকে জাল লাগানোর জন্য কেএমডিএ ( KMDA)-র কাছে প্রস্তাব দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

আরও পড়ুন: ডাক্তারের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর স্থানীয়দের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More