Home> কলকাতা
Advertisement

২০১৫ সালের কলকাতার সবথেকে বড় ৫ টি ঘটনা

২০১৫ সালের কলকাতার সবথেকে বড় ৫ টি ঘটনা

১) সবথকে বড় দুর্গা - দেশপ্রিয় পার্কের এবারে সবথেকে বড় দুর্গা নিয়ে মানুষের মধ্যে কৌতুহল ছিল প্রচণ্ড। সেই অনুযায়ী মানুষ পঞ্চমী থেকেই হুড়মুড়িয়ে দেখতে গিয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা। আর তাতেই বিপত্তি। প্রতিমা দর্শনই বন্ধ করে দিতে হয়, জনজোয়ারের নিরপত্তার জেরে। বিস্তারিত পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন। 
 

২) কঙ্কাল কাণ্ড - এবার কলকাতাতেই পাওয়া গিয়েছিল সাইকো। দিদি মারা যাওয়ার পরও তাঁর মৃতদেহ নিয়ে এক ঘরে মাসের পর মাস ছিল বাবা এবং ছেলে। পড়ে ধড়া পড়ে যান অভিযুক্ত পার্থ। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন পার্থ সুস্থ। কিন্তু তাঁর এরকম কাজে নড়ে উঠেছিল শহর কলকাতা। বিস্তারিত পড়ুন নিচের লিঙ্কে ক্লিক করে
fallbacks
৩) বন্ধন ব্যাঙ্ক খুলল - কলকাতার বাঙালি আবার ব্যবসা করবে কী! বাংলার মানুষকে নিয়ে এই ছিল ধ্যান ধারনা। সেটাই একেবারে বদলে গেল। চন্দ্রশেখর ঘোষ, বাংলার মানুষ খুলে ফেললেলন ব্যাঙ্ক। তার যাত্রাও শুরু হল এই কলকাতা থেকেই। বিস্তারিত পড়ুন, নিচের লিঙ্কে ক্লিক করে

৪) যৌনতার বিনিময়ে চাকরি!- কলকাতাতেও এমন! আর সেই খবরও এল প্রকাশ্যে! সেটাও কিনা বোস ইনস্টিটিউটে! শিউরে উঠেছিল শহরবাসী। এই যদি চাকরি পাওয়ার উপায় হয়, তাহলে মানুষ যাবে কোথায়! বিস্তারিত পড়ুন, নিচের লিঙ্কে ক্লিক করে

fallbacks

৫) কলকাতা পুরসভা নির্বাচন - ২০১৬-র বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কিন্তু ২০১৫ সালের বেশিরভাগটাই কেটেছে কলকাতা পুরসভা নির্বাচন নিয়ে। আর সেখানেও জয়জয়কার তৃণমূলের। যদিও এক ফোঁটা নয়, অনেক বেশি চোনাই পড়েছিল। ২৪ ঘণ্টা তো বটেই মারা হয়েছিল শহরের অনেক সংখ্যক সাংবাদিককে। এ ঘটনা মানা যায় না। বিস্তারিত পড়ুন নিচের লিঙ্কে ক্লিক করে

Read More