Home> স্বাস্থ্য
Advertisement

সময়ের আগেই বুড়িয়ে যাচ্ছেন, HIV নয়তো?

তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন কি আপনি? যত না বয়স, তার থেকে বেশি বয়স্ক দেখতে লাগে আপনাকে? কারণ হতে পারে HIV। সমীক্ষায় প্রকাশ পেয়েছে এমনই তথ্য।

সময়ের আগেই বুড়িয়ে যাচ্ছেন, HIV  নয়তো?

ওয়েব ডেস্ক : তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন কি আপনি? যত না বয়স, তার থেকে বেশি বয়স্ক দেখতে লাগে আপনাকে? কারণ হতে পারে HIV। সমীক্ষায় প্রকাশ পেয়েছে এমনই তথ্য।

সমীক্ষা অনুযায়ী, কেউ যদি HIV ভাইরাস আক্রান্ত হন, তাহলে তাঁর নির্ধারিত সময়ের প্রায় ৫ বছর আগেই বার্ধক্য চলে আসার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেখা দেবে নানান বার্ধক্যজনিত সমস্যাও। যার মধ্যে রয়েছে লিভারের সমস্যা, কার্ডিওভাসকুলার রোগ, নিউরোকগনিটিভ রোগ। বিশেষজ্ঞদের পরামর্শ, HIV আক্রমণ ঠেকাতে মানুষের তাই সুস্থ যৌনজীবন পালন করা উচিত। এছাড়া বার্ধক্য রুখতে খাবারের উপর সংযম থাকা উচিত। অ্যালকোহল ও তামাক ত্যাগ করা উচিত।

Read More