Home> স্বাস্থ্য
Advertisement

যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে?

মাথা যন্ত্রণা বিষম বালাই। অফিসের কাজে মনঃসংযোগ নষ্ট। সারাদিন মুড খিটখিটে। শুয়েও শান্তি নেই। ঘুম নেই দু’চোখে। মাথাব্যথায় ভোগেন না এরকম মানুষ খুব কমই আছেন। তবে এই মাথা যন্ত্রণার কারণ সবার ক্ষেত্রেই এক নয়। এক-একজন মানুষ এক এক কারণে মাথাব্যথায় ভোগেন।  

যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে?

ওয়েব ডেস্ক : মাথা যন্ত্রণা বিষম বালাই। অফিসের কাজে মনঃসংযোগ নষ্ট। সারাদিন মুড খিটখিটে। শুয়েও শান্তি নেই। ঘুম নেই দু’চোখে। মাথাব্যথায় ভোগেন না এরকম মানুষ খুব কমই আছেন। তবে এই মাথা যন্ত্রণার কারণ সবার ক্ষেত্রেই এক নয়। এক-একজন মানুষ এক এক কারণে মাথাব্যথায় ভোগেন।  

কী কী কারণে মাথা যন্ত্রণা হয়?

১) সাইনাস- এই ধরনের মাথা ব্যথা চোখের উপর থেকে শুরু হয়। এরপর ধীরে ধীরে নিচে ছড়িয়ে পড়ে।

২) টেনশন- অতিরিক্ত টেনশনে কপাল ধরে যায়। ব্যথা শুরু হয় চোখের উপর থেকেই।

৩) মাইগ্রেন- মাইগ্রেনের মাথাব্যথা পুরো মুখমণ্ডলের অর্ধেক জুড়ে হয়। শুরু হয় মাথার একদিক থেকে। এরপর তা মুখমণ্ডলের নিচে ছড়িয়ে পড়ে।

৪) ক্লাস্টার- মূলত একদিকের চোখের উপর হয়।

এ ছাড়া উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা ও ঠান্ডা লেগেও অনেক সময় মাথা যন্ত্রণা হয়।

Read More