Home> স্বাস্থ্য
Advertisement

পেসমেকার পরলে দূরে থাকুন স্মার্টফোন থেকে

আপনি কি পেসমেকার পরেন? তাহলে অবশ্যই দূরে থাকুন স্মার্টফোন থেকে। মিউনিখের জার্মান হার্ট সেন্টারের গবেষক কার্সটেন লেনার্জ জানাচ্ছেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সকে পেসমেকার কার্ডিয়াক সিগনাল ভেবে ভুল করে হঠাত্ থেমে যেতে পারে। আর তাতেই ঘটতে পারে দুর্ঘটনা।

পেসমেকার পরলে দূরে থাকুন স্মার্টফোন থেকে

ওয়েব ডেস্ক: আপনি কি পেসমেকার পরেন? তাহলে অবশ্যই দূরে থাকুন স্মার্টফোন থেকে। মিউনিখের জার্মান হার্ট সেন্টারের গবেষক কার্সটেন লেনার্জ জানাচ্ছেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সকে পেসমেকার কার্ডিয়াক সিগনাল ভেবে ভুল করে হঠাত্ থেমে যেতে পারে। আর তাতেই ঘটতে পারে দুর্ঘটনা।

মোট ৩০৮ জন রোগীর ওপর এই গবেষণা চালানো হয়। যাদের মধ্যে ১৪৭ জনের পেসমেকার, ১৬১ জনের আসিডি ও ৬৫ সিআরটি-র সাহায্যে হৃদপিণ্ডের কাজকর্ম চলে। এদের শরীরের কার্ডিয়াক যন্ত্র লাগানো অংশের ত্বকের ওপর স্যামসাং গ্যালাক্সি থ্রি, নোকিয়া লুমিয়া ও এইচটিসি ওয়ান এক্সএল স্মার্টফোন রেখে পরীক্ষা চালানো হয়। ক্রমাগত ইলেক্ট্রোকার্ডিওগ্রাম রেকর্ড করে ইন্টারফারেন্স চেক করা হয়। ৩০৮ জন রোগীর মধ্যে ১ জন(০.৩ শতাংশ) স্মার্টফোনের ইএমআই দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে গবেষকরা জানাচ্ছেন ব্যতিক্রম হলেও হার্টের রোগীদের স্মার্টফোন থেকে সাবধান থাকা উচিত্‍।

 

Read More