Home> স্বাস্থ্য
Advertisement

জীবনের ঠিক কতটা সময় বাথরুমে কাটান আপনি! জানেন?

কোনদিন হিসেব করে দেখেছেন?

 জীবনের ঠিক কতটা সময় বাথরুমে কাটান আপনি! জানেন?

নিজস্ব প্রতিবেদন: কেউ বলে বাথরুম। কেউ বলে টয়লেট। কারও কাছে শৌচালয়। প্রত্যেকের প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক কাজ করার সঙ্গে সঙ্গে যেখানে বসে জীবনের সুখ-দুঃখ, কষ্ট-আনন্দের কথা ভাবা যায়। কোনও তাড়া থাকে না। থাকে না কোনও পিছু টান।

এমন অনেক মানুষ থাকেন যাঁরা বাথরুমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান। একবার ঢুকলে বের হতেই চান না। অতক্ষণ বাথরুমে কী করেন তাঁরা? আচ্ছা, জীবনের কতটা সময় আমরা বাথরুমে কাটাচ্ছি? কোনদিন হিসেব করে দেখেছেন?

আরও পড়ুন: কনুইয়ে হঠাৎ টোকা খেলে বৈদ্যুতিক শক লাগে! জানেন কেন?

আরও পড়ুন: Coronavirus: করোনায় বাড়ছে প্রাণহানি, দৈনিক মৃত্যুহারে উদ্বেগ বৃদ্ধি দেশে

আপনি না করে থাকলেও অনেকেই করেছেন। উত্তরও পেয়েছেন।  Medical News Today-র একটা রিপোর্ট বলছে শৌচকর্ম সারতে একজন সুস্থ মানুষের সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। এরচেয়ে বেশি সময় লাগলে বুঝতে হবে ওই ব্যক্তির কোনও রোগ রয়েছে। কনস্টিপেশন বা পেটের সমস্যা বা লিভারের সমস্যা বা অন্য কিছু। আবার অনেকে বাথরুমে বসেই বই পড়েন। সিনেমা দেখেন বা গেম খেলেন বা আকাশ-পাতাল ভাবেন। 

একেক জনের শৌচকর্মে যাওয়ার অভ্যাস একেক রকমের হয়। কেউ সপ্তাহে তিনবার যান। কেউ আবার দিনে তিনবার যান। এটা শরীরিক সক্ষমতা, হজম ক্ষমতা, জল খাওয়ার পরিমাণ ইত্যাদির উপর নির্ভর করে।  যদি ধরে নেওয়া যায়, একজন ব্যক্তি দিনে একবার ১২ মিনিট ধরে বাথরুমে থাকেন। তবে বছরে তিনি ৪৩৮০ মিনিট অর্থাৎ ৭৩ ঘণ্টা বাথরুমে থাকেন। যদি গড়ে মানুষ ৭৯ দিন বাঁচেন। তবে বছরে ৭৩ ঘণ্টা ধরে মোট ৫৭৬৭ ঘণ্টা বাথরুমে থাকেন। অর্থাৎ ২৪০ দিন বাথরুমে থাকেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

Read More