Home> স্বাস্থ্য
Advertisement

Heart Attack Signs: আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা? জানিয়ে দেবে এই ৩ লক্ষণ

হার্ট অ্যাটাকের(Heart Attack) ঝুঁকি তখনই বাড়ে যখন হৃদপিণ্ডে কোনও সমস্যা দেখা দেয়। মূলত, হৃদযন্ত্রে(Heart) সঠিক পরিমাণে এবং সময়ে রক্তের প্রবাহ(Blood Flow) ঠিক না থাকলে তবেই হার্ট অ্যাটাক হয়।

Heart Attack Signs: আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা? জানিয়ে দেবে এই ৩ লক্ষণ

নিজস্ব প্রতিবেদন: আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে(Lifestyle) বদলের কারণে বর্তমানে যেকোনও বয়সেই হার্ট অ্যাটাকের(Heart Attack) ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে। মূলত, যে খাবার আমরা খাচ্ছি বা যেভাবে দিন যাপন করছি তাতেই এই ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। 

সাধারণত, হার্ট অ্যাটাকের(Heart Attack) ঝুঁকি তখনই বাড়ে যখন হৃদপিণ্ডে কোনও সমস্যা দেখা দেয়। মূলত, হৃদযন্ত্রে(Heart) সঠিক পরিমাণে এবং সময়ে রক্তের প্রবাহ(Blood Flow) ঠিক না থাকলে তবেই হার্ট অ্যাটাক হয়। যদিও, এই একটি কারণেই নয়, অন্যান্য একাধিক কারণ থাকে এই সমস্যার। 

কীভাবে বুঝবেন আপনার হার্ট অ্যাটাক আসার আগের পূর্ব লক্ষণগুলি?

১. হার্ট অ্যাটাক হওয়ার আগে বুকে ব্যথা এবং শরীরে একটি অদ্ভূত অস্থিরতা হতে থাকে। এই পরিস্থিতিতে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নিন। ফেলে রাখবেন না।

২. কিছু মানুষের এই পরিস্থিতে মাথাও ঘুরতে পারে। সেই সঙ্গে শরীরে ক্লান্তির অনুভূত হতে পারে। এই ধরনের কিছু মনে হলেই কথা বলুন চিকিৎসকের সঙ্গে।

৩. বিনা কারণে অতিরিক্ত ক্লান্তি, শরীরে অস্থিরতা এবং বমি বমি ভাব হার্ট অ্যাটাক আসার আগে সংকেত হতে পারে। মনে রাখা দরকার এই ধরনের লক্ষণ অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের মধ্যেই দেখা দেয়।

আরও পড়ুন- NFHS Report: ভারতীয় মহিলাদের যৌনজীবন কেমন? সরকারি রিপোর্টে একাধিক বিস্ফোরক তথ্য

আরও পড়ুন- Covid 19-র পর এবার টোমাটো ফিভার! এখনও পর্যন্ত দেশে আক্রান্ত ৮০

Read More