Home> স্বাস্থ্য
Advertisement

পরের সপ্তাহেই অক্সফোর্ডের টিকা ভারতে

উষ্ণ আবহাওয়ার দেশে বেশি কার্যকরী হতে পারে AstraZeneca

পরের সপ্তাহেই অক্সফোর্ডের টিকা ভারতে


নিজস্ব প্রতিবেদন: অচিরেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকাকে অনুমোদন দিতে চলেছে ভারত। 

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা পরের সপ্তাহ থেকেই ভারতে আপৎকালীন ব্যবহার করা যাবে বলে মনে করা হচ্ছে। এক বিশিষ্ট সংবাদসংস্থার তরফে তেমনই জানা গিয়েছে। এটা হিসাবে ভারতই হতে চলেছে প্রথম দেশ, যে ব্রিটেনের টিকা নিজের দেশে চালু করল। ভারতের মতো দেশে করোনা টিকাকরণের কাজ শুরু করার অর্থ অতিমারীর সঙ্গে লড়াইয়ে কয়েক কদম এগিয়ে যাওয়া।   

সূত্র মারফত জানা যাচ্ছে, AstraZeneca-Oxford shot উন্নতিশীল দেশ, যে দেশের জনসাধারণের গড় আয় কম, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। উষ্ণ আবহাওয়ার দেশেও এই টিকা বেশি কার্যকর হবে বলেই শোনা যাচ্ছে।  

ভারতের Central Drugs Standard Control Organization (CDSCO) ডিসেম্বর নাগাদ তিনটি সম্ভাব্য টিকার তথ্য সংগ্রহ করেছিল। সেই টিকার তালিকায় ছিল AstraZeneca-ও। সেই পদ্ধতির শেষেই সম্ভবত এই ছাড়পত্র পেতে চলেছে AstraZeneca। 

Also Read: মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য Covaxin তৈরি করবে Bharat BioTech

 

 

Read More