Home> স্বাস্থ্য
Advertisement

Coronavirus: মার্চের পর সর্বনিম্ন, দেশে ২০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ

প্রায় ২০১ দিন পর ভারতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমল ২০ হাজারের নীচে।

Coronavirus: মার্চের পর সর্বনিম্ন, দেশে ২০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন: পুজোর আগে বড় স্বস্তি দেশে। প্রায় ২০১ দিন পর ভারতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমল ২০ হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ১৮ হাজার ৭৯৫। একইসঙ্গে অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের প্রকোপে প্রাণ হারিয়েছেন ১৭৯ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ২ লক্ষ ৯২ হাজার ২০৬ হয়েছে। দেশে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও তিন লক্ষের নীচে নেমেছে।

আরও পড়ুন, Vaccine Certificate: CoWin-র শংসাপত্র একেবারে 'নির্ভুল'! ব্রিটেনের 'সংশয়' নিয়ে পাল্টা কেন্দ্র

এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছে ২৬ হাজার ৩০ জন। এখনও পর্যন্ত করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৯৭২। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৭ হাজার ১৯৪। দেশ জুড়ে এখনও পর্যন্ত ৮৬ কোটি ১ লক্ষ ৫৯ হাজার ১১ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

অন্যদিকে, টিকা নিয়ে জলঘোলার পর এবং ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে বৈঠকে বসল ভারত ও ব্রিটেন। শনিবার আয়োজিত সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। সরকারি সূত্র জানিয়েছে যে সম্পূর্ণরূপে টিকা দেওয়া যে সব ব্যক্তিরা বিদেশে ভ্রমণ করতে চান, তাঁদের কোউইন সার্টিফিকেটে জন্মতারিখ লেখা বাধ্যতামূলক করতে হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More