Home> বিনোদন
Advertisement

Ray Ratings: বেশ কয়েকটি তারকা চিহ্ন Modern Times-এর পাশে

বছর পনেরোর সত্যজিৎ কী গভীর অভিনিবেশের সঙ্গে ছবি দেখতেন!

Ray Ratings: বেশ কয়েকটি তারকা চিহ্ন Modern Times-এর পাশে

নিজস্ব প্রতিবেদন: ছোটবেলায় আপনি কী কী সিনেমা দেখেছিলেন চট করে মনে পড়ে? ১৫ বছর বয়সে সিনেমা দেখে সেই সিনেমাকে কখনও 'নম্বর' থুড়ি 'রেটিং' দিয়েছিলেন? 

ভাবছেন, এমনটা হয় নাকি! হয়, হয়। 

'টেন্স' মেনে বললে বলতে হয়, এমনটা 'হত'। ঘটিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায় (Satyajit Ray)। মাত্র ১৫ বছর বয়সে তিনি দিব্যি ফিল্মের রেটিং করতেন। সেই সময়ে কোন কোন তারিখে, কী কী ছবি তিনি দেখেছেন তার তালিকাও রাখতেন কিশোর মানিক। সবই রীতিমতো গুছিয়ে লিখতেন ডায়েরিতে। বছর পনেরোর সত্যজিৎ কী গভীর অভিনিবেশের সঙ্গে ছবি দেখতেন, দেখে তাক লেগে যাওয়া স্বাভাবিক!

আরও পড়ুন: Honey Singh-র বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ নিয়ে আদালতে স্ত্রী শালিনী

সম্প্রতি ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সূত্রে একটি ছবি ভাইরাল হয়ে পড়ে। সেই ছবিতে দেখা যাচ্ছে, পনেরোর মানিকের ডায়েরির দু'টি পাতার অংশ। প্রতিভাধর মানুষটির কৈশোরের দিনযাপনের একাংশ ধরা পড়েছে ডায়েরির ছত্রে ছত্রে। এতে বেশ কয়েকটি সিনেমা দেখার কথা লিখে রেখেছে বালিগঞ্জ গভর্মেন্ট স্কুলের ছাত্রটি। এই ছবির তালিকা দেখে নেটিজেনরা মুগ্ধ। ছবির রেটিং দেখেও মুগ্ধ তাঁরা! ছবিগুলিকে ১০, ৯, ৮-- দিব্যি নম্বর দিয়েছেন তিনি। 

সেটা ১৯৩৬ সাল। Gay Divorce কিংবা Things to Come দেখছেন সত্যজিৎ মে মাস নাগাদ। ১৫ জুনে Desire নামে একটি ছবি দেখার কথা উল্লেখ করেছেন সদ্য কিশোর সত্যজিৎ। আবার A Tale of Two Cities কিংবা Les Miserables দেখে ফেলেছেন ১৯৩৬ সালের জুলাই মাসেই। Mutiny of the Bouncy, Wedding Night, Romeo and Juliet পর্যন্ত তাঁর তখনই দেখা। ইন্টারনেট নেই, মোবাইল ফোন কী বস্তু তা সম্পূর্ণ অজানা-- তবুও বিশ্ব-সিনেমার দরবার দিব্যি খুলে গিয়েছিল তাঁর উৎসুক চোখের সামনে।

ছবিগুলির রেটিং করেছেন তিনি ছবির নামের পাশে পাশেই। যেমন, চার্লি-ভক্ত সত্যজিৎ Modern Times-এর পাশে বেশ কয়েকটি তারকা চিহ্ন দিয়েছেন। Bonnie Scotland অতটা ভাল লাগেনি তাঁর, তাই নম্বর কম। Top Hat অথবা Crime and Punishment-ও ভাল লেগেছে তাঁর। খুদে সমালোচকের ছবির রুচি তৈরি হয়ে গিয়েছিল অনেক ছোট থেকেই। অজান্তেই। 

হবে নাই-বা কেন? এর পরে মনের উপরে দৃশ্য ও দৃশ্যকলার প্রভাব নিয়ে তিনি শান্তিনিকেতনে পড়বেন।  চলচ্চিত্র-বিশেষজ্ঞ লিউইস জেকব্‌স-এর 'দ্য রাইজ অব দি আমেরিকান ফিল্ম'; সোভিয়েট পরিচালক স্বেভোলোদ পুদভকিনের তাত্ত্বিক লেখার ইংরেজি অনুবাদ 'পুদভকিন অন ফিল্ম টেকনিকে'র মতো বইপত্র পড়বেন গোগ্রাসে। তাঁর সেই পড়াশোনার ভিতনির্মাণই যেন ধরা পড়েছে এই ডায়েরির পাতায়। 

১৯৪২ ডিসেম্বরে শান্তিনিকেতন থেকে কলকাতা ফিরেই সিনেমার শিল্পরূপ নিয়ে আদা-জল খেয়ে কাজ শুরু করবেন সুকুমারপুত্র। বন্ধুদের সাহায্যে ১৯৪৭ সালেই, দেশের স্বাধীনতালাভের দু'মাস পরেই, যিনি 'দ্য ক্যালকাটা ফিল্ম সোসাইটি' তৈরি করবেন, তাঁর ডায়েরির পাতা এমনটা তো হতেই পারে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: পর্নকাণ্ডে Raj Kundra-র গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট ৯ বছরের ছেলের

Read More