Home> বিনোদন
Advertisement

দীপিকা পাডুকোনের 'xXx: Return of Xander Cage' ছবির ট্রেলারটা দেখেছেন?

বলিউড ডিভা এখন খুবই ব্যস্ত তাঁর হলিউড ছবি 'xXx: Return of Xander Cage' নিয়ে। অন্য রূপে তাঁকে দেখা যাবে এই ছবিতে। অ্যাকশন নির্ভর এই ছবিতে দীপিকা একেবারে ভিন্ন অবতারে হাজির হতে চলেছেন।

দীপিকা পাডুকোনের 'xXx: Return of Xander Cage' ছবির ট্রেলারটা দেখেছেন?

ওয়েব ডেস্ক: বলিউড ডিভা এখন খুবই ব্যস্ত তাঁর হলিউড ছবি 'xXx: Return of Xander Cage' নিয়ে। অন্য রূপে তাঁকে দেখা যাবে এই ছবিতে। অ্যাকশন নির্ভর এই ছবিতে দীপিকা একেবারে ভিন্ন অবতারে হাজির হতে চলেছেন।

আরও পড়ুন মাত্র ৪ দিনেই এত কোটি টাকার ব্যবসা করল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’!

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'xXx: Return of Xander Cage' ছবির ট্রেলার। ট্রেলারটি দেখেই ছবি কতটা আকর্ষণীয় হতে চলেছে তা বোঝা যাচ্ছে। হলিউডে এটাই দীপিকা পাডুকোনের প্রথম ছবি। আর প্রথম ছবিতেই বাজিমাত্‌ করতে চলেছেন তিনি। কেরিয়ারের একেবারে টার্নিং পয়েন্টে রয়েছেন এই মুহূর্তে। যাতেই হাত দিচ্ছেন, তাই সোনা হয়ে যাচ্ছে। ভিন ডিজেলের সঙ্গে জুটিতে তাঁকে মানিয়েছেও দারুন। আগামি বছরের ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। দেখে নিন ছবিটির ট্রেলারটা।

আরও পড়ুন হোম লোনে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Read More