Home> বিনোদন
Advertisement

একজন অভিনেত্রী হওয়ার সত্যিকারের সংজ্ঞা শেয়ার করলেন বিদ্যা বালান

একজন অভিনেত্রী হওয়ার সত্যিকারের সংজ্ঞা শেয়ার করলেন বিদ্যা বালান

নিজস্ব প্রতিবেদন: ১৭ নভেম্বর মুক্তি পাবে বলিউড ডিভা বিদ্যা বালানের নতুন ছবি ‘তুমহারি সুলু’। কমেডি-ড্রামা এই ছবিতে একজন রেডিও জকির ভূমিকায় দেখা যাবে বিদ্যা বালানকে। ‘তুমহারি সুলু’ ছবির জার্নি এবং এই ছবিতে অভিনয় প্রসঙ্গে মনের কথা খুলে বললেন ‘কাহানি’ অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রত্যেক ছবিতে আলাদা আলাদা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুবিধা পেয়েছি। আর আমার মতে এটাই একজন অভিনেতার জীবনে অভিনেতা হওয়ার আসল সংজ্ঞা।’

fallbacks

ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা হৃত্বিক রোশনের

fallbacks

বিদ্যা আরও বলেন, ‘যতদিন সুরেশ ত্রিবেনী (তুমহারি সুলু ছবির পরিচালক এবং গল্পকার)-র মতো পরিচালক এবং গল্পকার রয়েছেন, ততদিন পর্যন্ত আমার অভিনেতা হিসেবে নিজেকে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। তুমহারি সুলু ছবিতে আমি একজন রেডিও জকির চরিত্রে অভিনয় করেছি। আর এরকম একটা চরিত্রে যে আমি অভিনয় করতে পারি, তা ছবির পরিচালক ছাড়া আর কেউ কল্পনাও করতে পেরেছিল বলে মনে হয় না। ছবি নির্মাতারা আমাকে সবসময় সিরিয়াস চরিত্রে অভিনয় করার প্রস্তাবই দিয়ে এসেছেন।’

fallbacks

দু’বার বিয়ে ভাঙার পর পুরুষ সম্পর্কে বিস্ফোরক মতামত অভিনেত্রীর

‘তুমহারি সুলু’ ছবি প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘পরিচালক সুরেশ ত্রিবেনী যেভাবে ছবির গল্প লিখেছেন, তাতে মনে হয় সবাই চরিত্রটির সঙ্গে নিজেকে মেলাতে পারবেন। ছবিতে একজন মিডল ক্লাস মহিলার চরিত্রে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে। কারণ, মনের দিক থেকে আজও আমি মিডল ক্লাস। আর সত্যি কথা বলতে কী, আমি একটি মিডল ক্লাস পরিবার থেকেই উঠে এসেছি। আর এর জন্য আমার কোনও আফসোস নেই। বরং গর্ব বোধ করি।’

 

Read More