Home> বিনোদন
Advertisement

সুশান্তের শেষকৃত্যে কেন আমন্ত্রণ জানানো হয়নি? প্রভাবশালীদের প্রশ্নের মুখে বন্ধু সন্দীপ

প্রশ্নের মুখ পড়তে হয় সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ এস সিং-কে। 

সুশান্তের শেষকৃত্যে কেন আমন্ত্রণ জানানো হয়নি? প্রভাবশালীদের প্রশ্নের মুখে বন্ধু সন্দীপ

নিজস্ব প্রতিবেদন : সুশান্তের শেষকৃত্যে কেন আমন্ত্রণ জানানো হয়নি তাঁদের? কিছু প্রভাবশালী ব্যক্তির এমনই প্রশ্নের মুখ পড়তে হয় সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ এস সিং-কে। সম্প্রতি এবিষয়েই মুখ খুলেছেন সন্দীপ।

'বলিউড হাঙ্গামা'-কে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক, পরিচালক তথা সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ এবিষয়ে অনেক কথাই প্রকাশ্যে এনেছেন। তাঁর কথায়, ''সুশান্তের মৃত্যুর পর কিছু নাটক শুরু হয়েছে, যা ও একেবারেই পছন্দ করত না। সুশান্তের শেষকৃত্য় থেকে ফিরে আমি স্নান করে সবে বের হয়েছি, তখনই আমার কাছে কিছু ফোন ও ম্যাসেজ আসে। প্রশ্ন করা হয়, সুশান্তের শেষকৃত্যে তাঁদের কেন ডাকা হয়নি? মেসেজে আমাকে বলা হয়, আমরা প্রভাবশালী, তারপরেও আমাদের তুমি ডাকলে না? মানুষের মনে কী কী চলছে জেনে আমি হতবাক।''

আরও পড়ুন-অঙ্কিতা পাটনায় প্রায়শই যেতেন, তবে রিয়ার কথা কখনও শোনেননি, বললেন সুশান্তের বাবা!

fallbacks

আরও পড়ুন-মাদকাসক্তি থেকে নিজেকে বের করে এনেছেন, মুখ খুললেন অভিনেতা অনিন্দ্য ও গায়ক স্যমন্তক

সন্দীপ আরও বলেন, ''একতা কাপুরকে বিতর্কের মধ্য়ে টেনে আনা হলেও, উনি কিন্তু সেখানে স্বেচ্চায় গিয়েছিলেন। এমনকি রণদীপ হুদা, শ্রদ্ধা কাপুররা বৃষ্টির মধ্য়েও সেখানে দাঁড়িয়েছিলেন। তাঁদেরকে কিন্তু ওখানে আমন্ত্রণ জানানো হয়নি। সুশান্তের মৃত্যুর থেকেও মানুষজন যা করছে, তা নিয়ে আমি বেশি কষ্ট পেয়েছি।''

সন্দীপ বলেন, ''সুশান্তের মৃত্যুতে মানুষের আবেগ কিছু সংবাদমাধ্যম ভুল পথে চালিত করছে। সুশান্তের একের পর এক ছবি হারানো, তাঁর অর্থনৈতিক সমস্যা, সবকিছুই তো অনুমান মাত্র। সুশান্ত বাইরে থেকে এসেও যশরাজ, ধর্মা প্রোডাকশন সহ বহু ছবিতে কাজ করেছেন। অথচ কিছু লোকজন আমার মেসেজ করছেন, তাঁরা তাঁদের ছেলেমেয়েদের কখনওই মুম্বই পাঠাবেন না। মানুষ তো ভয় পেয়ে আছে। ওনাদের উৎসাহ দেওয়া দরকার।''

Read More