Home> বিনোদন
Advertisement

এখনও খোঁজ পায়নি বিহার পুলিস, কোথায় আছেন রিয়া চক্রবর্তী?

 তাই সবকিছুই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে।''

এখনও খোঁজ পায়নি বিহার পুলিস, কোথায় আছেন রিয়া চক্রবর্তী?

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তীর খোঁজ পায়নি বিহার পুলিস। বিহার পুলিসের ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পান্ডে এবিষয়ে জানান, ''এখনও পর্যন্ত এই মামলা প্রাথমিক পর্যায়েই রয়েছে। সবকিছুই নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের উপর। আমরা রিয়ার এখনও খোঁজ পাইনি। রিয়া এই মামলা বিহার থেকে মুম্বইয়ে আনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তাই সবকিছুই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে।''

তবে এর আগে বিহার পুলিসের এক আধিকারিক ANI-কে জানিয়েছিলেন, ''রিয়া আমাদের নজরদারিতে রয়েছে। ''

আরও পড়ুন-সুশান্ত-রিয়াকে নিয়ে ছবি বানানোর কথা ছিল, পরিচালক রুমি জাফরিকে জেরা বিহার পুলিসের

এদিকে শনিবারই বিহার পুলিসের তদন্তকারী দল কুপার হাসপাতলে সুশান্তের ময়নাতদন্ত সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। তবে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত সংক্রান্ত কোনও তথ্যই তাঁদের দেননি বলে খবর।

প্রসঙ্গত এর আগে মুম্বই পুলিসের তরফে জানানো হয়েছিল, ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের শ্বাসরোধ হয়ে মৃত্যুর কথাই বলা হয়েছে। প্রসঙ্গত বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সহ অনেকেই সুশান্তের দেহ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের কথায়, সুশান্তের বাড়ির কাছাকাছি লীলাবতি হাসপাতাল এবং আরও অনেক হাসপাতালই রয়েছে। তা সত্ত্বেও অনেক দূরে কেন কুপার হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল?

আরও পড়ুন-''অঙ্কিতা সঙ্গে থাকলে সুশান্তের এই পরিণতি হত না'' একথা প্রসঙ্গে কী বললেন অঙ্কিতা?

Read More