Home> বিনোদন
Advertisement

সুশান্ত মামলায় প্রথমবার বিবৃতি জারি, 'আত্মহত্যার তত্ত্ব' ওড়ালো CBI!

সুশান্ত সিং মৃত্যুর ঘটনায় প্রথমবার বিবৃতি দিল CBI। 

সুশান্ত মামলায় প্রথমবার বিবৃতি জারি, 'আত্মহত্যার তত্ত্ব' ওড়ালো CBI!

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং মৃত্যুর ঘটনায় প্রথমবার বিবৃতি দিল CBI। সুশান্ত মামালায় কিছু সংবাদমাধ্যম ভুল তথ্য দিচ্ছে। এখনও পর্যন্ত কোনও CBI-এর তরফে সংবাদমাধ্যমের কাছে কোনও তথ্যই শেয়ার করা হয়নি বলে স্পষ্ট জানালো CBI।

CBI-এর তরফে বিবৃতিতে জানানো হয়, ''সুশান্ত মামলায় CBI পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে। CBI- তদন্তের বিষয়ে কিছু সংবাদমাধ্যম অনুমানের ভিত্তিতে কিছু খবর প্রকাশ করেছেন। সেগুলির সঙ্গে তথ্যের কোনও সম্পর্ক নেই। তদন্ত চলাকালীন কোনও CBI আধিকারিক কোনও তথ্য প্রকাশ্যে আনতে পারেন না। কোনও তথ্য সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করা হয়নি। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ CBI- নাম করে কোনও খবর প্রকাশ করার আগে মুখপাত্রের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করুন।''

আরও পড়ুন-রিয়ার ভাই ও মিরান্ডাকে মুখোমুখি বসিয়ে জেরা, গ্রেফতার করা হতে পারে সৌভিককে!

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দেখানো হয়, সুশান্ত মামলায় খুনের কোনও প্রমাণ CBI আধিকারিকরা পাননি। আর এই প্রতিবেদনের ঠিক পরপরই CBI-এর তরফে এই মামলা প্রসঙ্গে প্রথমবার বিবৃতি জারি করা হল।

প্রসঙ্গত, সুশান্ত মামলায় সঙ্গে ইতিমধ্যেই দিশা সালিয়ানের মৃত্যুর তদন্তও শুরু করেছে CBI। দিশার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে CBI।

আরও পড়ুন-শিলাদিত্য মৌলিকের 'ছেলেধরা'য় জয়া আহসান

Read More