Home> বিনোদন
Advertisement

Abhijaan: পর্দায় ফের সৌমিত্র, নববর্ষেই রুপোলি পর্দায় পরমব্রতর 'অভিযান'

'অভিযান'-এর হাত ধরেই ফের একবার সিনেমার দুনিয়ায় ফিরে আসছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শনিবার তাঁর বায়োপিকের নতুন ট্রেলার মুক্তি পেল। 

Abhijaan: পর্দায় ফের সৌমিত্র, নববর্ষেই রুপোলি পর্দায় পরমব্রতর 'অভিযান'

নিজস্ব প্রতিবেদন: “গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি…।”- তাঁর ব্যারিটোন কণ্ঠস্বরে আরও একবার যেন জীবন্ত হয়ে উঠল পর্দার কিংবদন্তি অভিনেতা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই নিজের জীবন নিয়ে তৈরি সিনেমা অর্থাৎ বায়োপিকের শুটিং শেষ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। সেই 'অভিযান'-এর হাত ধরেই ফের একবার সিনেমার দুনিয়ায় ফিরে আসছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শনিবার তাঁর বায়োপিকের নতুন ট্রেলার মুক্তি পেল। 

ট্রেলারে অচেনা সৌমিত্রের স্মৃতিচারণা করলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, কৌশিক সেন-সহ আরও অনেকে। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় আগেই প্রকাশ্যে এসেছিল প্রথম ট্রেলার। সেখানে কল্পনা ও বাস্তবের হাত ধরে ফের একবার ফিরে এসেছেন সত্যজিৎ রায়ের প্রিয় 'অপু'। অল্পবয়সী সৌমিত্রের ভূমিকায় দেখা গেল যীশু সেনগুপ্ত। আর প্রাপ্তবয়স্ত সৌমিত্রর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা নিজেই। 

ভিডিওটুইট করে পরমব্রত লিখেছেন, '১ বছর আগে আমার 'অভিযান' এর ট্রেলার মুক্তি হয়েছিল। তারপর করোনা আমাদের ছবির মুক্তি আটকে দিয়েছিল। এই বছর ছবি মুক্তির আর ১ মাসও বাকি নেই। খুব গর্বের সঙ্গে ছবির কিছু অংশ ভাগ করে নিচ্ছি। বাংলা নববর্ষ অর্থাৎ ১৫ এপ্রিল কাছের প্রেক্ষাগৃহে আসছে 'অভিযান'।

ট্রেলারের একেবারে শেষে সৌমিত্রর কণ্ঠে শোনা গেল- “আমিই যদি না থাকি, আর তো এই কথাগুলো বলা হবে না।” পরমের ফ্রেমে তাঁর কর্মজীবন, রাজনৈতিক চিন্তাধারা, জীবন দর্শন ফুটে উঠবে ‘অভিযান’-এ।

ছয় দশকেরও বেশি অভিনয়জীবন সৌমিত্র চট্টোপাধ্যা‌য়ের। দীর্ঘ ষাট বছরের কেরিয়ারে তিনশোরও বেশি ছবি। বলা চলে, ম্যারাথন দৌড়ের এক অসামান‌্য সেলুলয়েড-দর্পণ তাঁর জীবন।  দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী এই অভিনেতার জীবনের নানা দিক তুলে ধরতেই পরমের এই 'অভিযান'। 

আরও পড়ুন, The Kashmir Files: কোনও কাট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র! 'BJP-র প্রচারই উদ্দেশ্য', 'দ্য কাশ্মীরি ফাইলস'-কে তোপ TMC নেতার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More