Home> বিনোদন
Advertisement

Rupankar-KK contro: কেকে-রূপঙ্কর বিতর্কে মুখ খুললেন রাজ, পরম ও জিৎ

কেকে প্রসঙ্গে নিজের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন রূপঙ্কর... 

Rupankar-KK contro: কেকে-রূপঙ্কর বিতর্কে মুখ খুললেন রাজ, পরম ও জিৎ

অনসূয়া বন্দ্যোপাধ্যায় : কেকে(KK)-র মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন রূপঙ্কর। শুক্রবার, সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন রূপঙ্কর (Rupankar Bagchi)। ডিলিট করেছেন বিতর্কিত ভিডিয়ো। তাঁর কথায়, এমন বিভিষীকার মুখোমুখি হইনি। কেকের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ নেই। পরলোকগত গায়কের পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয়ও নেই। কিন্তু আপনাদের মাধ্যমে তাঁদের আবার জানাচ্ছি যে, আমি আন্তরিকভাবে দুঃখিত। কেকে আজ যেখানেই থাকুন ,ঈশ্বর যেন ওঁকে শান্তিতে রাখেন। 

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেও সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ এখনও রূপঙ্করকে ট্রোল করতে ছাড়ছেন না। রূপঙ্করের মন্তব্য এবং তার জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করা, এবিষয়ে 'হাবজি গাবজি'-র প্রিমিয়ারে এসে মুখ খুলেছেন রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় ও জিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক কী বললেন তাঁরা?

fallbacks

রাজ চক্রবর্তী

''সোশ্যাল মিডিয়া বিষয়টাই খুব খারাপ। ওখানে খুব সাবধানে মুখ খুলতে হয়। আমার মনে হয়, এমন কোনও কথা বলা উচিত না, কিংবা এমন কোনও ইমোশান ওখানে প্রকাশ করা উচিত নয়, যা অন্যকে দুঃখ দিতে পারে। আমাদের অনেক সচেতন হতে হবে। কেউ খারাপ কথা বলে ফেলেছে এবং তাঁকে আবার কেউ খারাপ কথা বলছে, এর কোনওটাকেই সমর্থন করি না। এই খারাপ বিষয়টা থেকে বের হতে হবে। আমার মনে হয় যে বলেছেন সে বিষয়টা রিয়ালাইজ করেছেন। রূপঙ্কর দাকে অনেকদিন ধরে চিনি। উনি ভালো গায়ক। ওঁর থেকে এটা আশাতীত নয় । কেন বলেছেন, কী কারণে বলেছেন সেটা উনিই বলতে পারবেন। তবে কেকে আমাদের সবার খুব প্রিয়। ভীষণ ভালো একজন মানুষ। রূপঙ্কর যে কারণেই বলে থাকুন, তবে না বললেই ভালো করতেন। তবে যাঁরা তাঁকে ট্রোল করছেন, তাঁদেরকেও বলব এটা বন্ধ করা উচিত। '' 

fallbacks 

পরমব্রত চট্টোপাধ্যায়

'' রূপঙ্করদার ক্ষেত্রে যেটা সমস্যা, আমার মনে হয় উনিও একঅর্থে ট্রোলই করছিলেন। আমি রূপঙ্করদার গানের ভক্ত। আমি ওনাকে শ্রদ্ধা করি। উনি বলতে চেয়েছিলেন, বোম্বের শিল্পীদের নিয়ে আমরা এত মাতামাতি করি, বাংলার শিল্পীরা কোনও অংশে কম নয়। বাংলার শিল্পীদের নিয়েও একই রকম করা উচিত, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তবে সেই পয়েন্টটা মানুষকে বোঝাতে গিয়ে কেকে-র মতো শিল্পীকে তুচ্ছ করে উড়িয়ে দেওয়া যায় না। কারণ, একটা কিছু প্রমাণের জন্য অন্য আর ৪টে শিল্পীকে ছোট করার কোনও অর্থ হয় না। সেটা আমার মনে হয় রূপঙ্করদার কোথাও একটু ভুল হয়েছে। হয়ত বাচন ভঙ্গীতে ভুল হয়েছে। তবে উনিও জেনে বলেননি যে এইরকম একটা ঘটনা ঘটবে, সেজন্য তাঁকে এভাবে ট্রোল করাটা মানুষের পাগলামো। ''     

fallbacks

জিৎ গঙ্গোপাধ্যায়

''আমি কেকের অনেক পুরনো বন্ধু। ২৪-২৫ বছরের বন্ধুত্ব। আমি এখনও বিষয়টা থেকে বের হতে পারিনি। শিল্পীর কোনও ভাষা হয়না, জাত হয় না। একজন শিল্পী প্রতিষ্ঠা পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে। সে কেকে হোন কিংবা রূপঙ্কর বা অন্য কেউ। আমার মনে হয় শিল্পীদের একটু শান্ত থাকা ভালো।''       

Read More