Home> বিনোদন
Advertisement

ফেসবুকে ট্রোলের শিকার, Zee ২৪ ঘণ্টায় মুখ খুললেন দ্বিতিপ্রিয়া

 ট্রোলের ভিত্তি মূলত ধারাবাহিকটির শব্দ চয়ন নিয়ে। 

ফেসবুকে ট্রোলের শিকার, Zee ২৪ ঘণ্টায় মুখ খুললেন দ্বিতিপ্রিয়া

নিজস্ব প্রতিবেদন: বেশকিছুদিন হলো ফেসবুক খুলতেই দেখা যাচ্ছে 'রাণী রাসমণী' ধারাবাহিক নিয়ে বেশকিছু ট্রোল। এই ট্রোলের ভিত্তি মূলত ধারাবাহিকটির শব্দ চয়ন নিয়ে। 'রাণী রাসমণী' ধারাবাহিকে অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়ের ব্যবহৃত 'এয়েছো' শব্দটি নিয়ে অত্যাধিক মজা মশকরা ক্রমাগত সীমা ছাড়িয়েছে। প্রথম প্রথম বিষয়টি মজা মশকরার জায়গায় থাকলেও পরে তা অসভ্যতার জায়গায় পৌঁছে যায়।

প্রথমে বিষয়টি নেহাতই কমেন্ট করা দিয়েই শুরু হয়েছিল। পরবর্তীকালে এটি ভাইরাল হয়ে যায়। এনিয়ে তৈরি হয়ে যায় বহু মিম। যা অত্যন্ত বিরক্তির পর্যায়ে গিয়ে পৌঁছোয়।

আরও পড়ুন- প্রকাশ্যে মদ্যপান, কী অবস্থা হল প্রিয়াঙ্কার দেখুন...

fallbacks

কিছুদিন আগে এবিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন খোদ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এধরনের বিষয়ের কড়া নিন্দা করেছেন তিনি। লম্বা একটা ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন সৃজিত। তিনি প্রশ্ন তুলেছিলেন, কারোর বাংলা ধারাবাহিক পছন্দ নাই বা হতে পারে, তবে দ্বিতিপ্রিয়ার মতো ছোট্ট একটি মেয়ে যে কিনা ক্লাস ইলেভেনে পড়ে এবং এই বয়সে দাড়িয়ে সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তার সঙ্গে এধরনের ব্যবহার করার আগে আপনাদের কি খারাপও লাগে না?''

আরও পড়ুন-'প্রাক্তন' স্ত্রী রিনার সঙ্গে বর্তমান কিরণের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন আমির খান

এধরনের মজা মশকরা সম্পর্কে খোদ অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়কে  Zee ২৪ ঘণ্টার তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''দেখুন ট্রোল, মিম এসব করা হয় মানুষকে হাসানোর জন্য, ওই পর্যন্ত ঠিক আছে, তবে এটা যে খারাপ পর্যয়ে পৌঁছেছে, সেটা বন্ধ হোক আমি এটাই চাই। তবে এবিষয়ে যদি আমি এখন প্রতিবাদ করতে যাই সেটা নিয়েও হয়ত ট্রোল হওয়া শুরু হয়ে যাবে। তাই এবিষয়ে চুপ থাকাই ভালো বলে আমি মনে করি। তবে খারাপ ট্রোল গুলো বন্ধ হোক, এটাই চাই। ''

আরও পড়ুন- অমিতাভ বচ্চনের সামনে ধূমপান করা যায়? শাহরুখ আমিরের কথাবার্তা শুনলে না হেসে পারবেন না...

Read More