Home> বিনোদন
Advertisement

মিস ইন্টারন্যাশনাল ২০১৪ পুয়ের্তো রিকোর ভ্যালেরি, মিস ইন্টারনেট ভারতের জটালেখা

মিস ইন্টারন্যাশনাল ২০১৪ পুয়ের্তো রিকোর ভ্যালেরি, মিস ইন্টারনেট ভারতের জটালেখা

মিস ইন্টারন্যাশনাল ২০১৪-র খেতাব উঠল পুয়ের্তো রিকোর ভ্যালেরি আর্নান্ডেজের মাথায়। মঙ্গলবার রাতে জাপানের টোকিও শহরে গ্র্যান্ড প্রিন্স হোটেল তাকানাওয়ায় ৫৪তম মিস ইন্টারন্যাশনাল নির্বাচিত হন ২১ বছরের ভ্যালেরি। মিস ইন্টারন্যাশনাল ২০১৩ ফিলিপিন্সের বি সান্তিয়াগো তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন কলম্বিয়ার জুলেইকা সুয়ারেজ, দ্বিতীয় রানার আপ তাইল্যান্ডের পুনিকা কুলসুনতোরন্রুত, তৃতীয় রানার আপ ইউনাইটেড কিংডমের ভিক্টোরিয়া টুবে ও চতুর্থ রানার আপ ফিনল্যান্ডের মিলা রোম্পানেন। এছাড়াও সেরা দশে ছিলেন আর্জেন্টিনার হোসেফিনা হোয়ে এরেরো, ব্রাজিলের দেইসে বেনিসিও, ইন্দোনেশিয়ার এলফিন পারতি রাপ্পা, মেক্সিকোর ভিয়ানে ভাজকুয়েজ ও পানামার এইলিন বারনাল।
fallbacks

ভারতের প্রতিনিধি জটালেখা মলহোত্রা সেরা দশে পৌঁছতে না পারলেও জিতে নিয়েছেন মিস ইন্টারনেটের সাব কনটেস্ট। জটলেখা মিস ইন্ডিয়া ২০১৪-র প্রথম রানার আপ। অন্যান্য সাব কনটেস্ট বিজয়ীরা হলেন-

মিস ফ্রেন্ডশিপ-মিস কলম্বিয়া
মিস বেস্ট ড্রেসার-মিস কলম্বিয়া
বেস্ট ন্যাশনাল কস্টিউম-মিস ইন্দোনেশিয়া
মিস পারফেক্ট বডি-মিস ফ্রান্স

সারা বিশ্বের মোট ৭৩টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন এবারে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায়।

 

 

 

Read More