Home> বিনোদন
Advertisement

অবশেষে শুরু শ্যুটিং, প্রভাসের '‍সাহো'র জ্বরে আক্রান্ত হায়দরাবাদ

অবশেষে শুরু শ্যুটিং, প্রভাসের '‍সাহো'র জ্বরে আক্রান্ত হায়দরাবাদ

'‍বাহুবলী'‍ রূপে টানা ৫ বছর কাটানোর পর অবশেষে '‍সাহো'-র শ্যুটিং শুরু করলেন প্রভাস। তাঁর আপকামিং ফিল্ম '‍সাহো'র শ্যুটিং শুরু করার কথা, শুক্রবার নিজেই তাঁর ফেসবুকে পোস্টে জানিয়েছেন প্রভাস। 

IANS সূত্রে খবর, শুক্রবার থেকে শুরু হওয়া পরিচালক সুজিত রেড্ডির এই অ্যাকশান ফিল্মের শ্যুটিং টানা তিন সপ্তাহ ধরে চলবে বলেও জানা গিয়েছে। এদিকে দীর্ঘ সময়ের পর ‌যেহেতু প্রভাস তাঁর বাহুবলী খোলস ছেড়ে আবারও নতুন লুকে ধরা দিচ্ছেন তাই এবিষয়ে একটু বেশিই উত্তেজনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক সুজিত নিজে। আর এই অ্যাকশন ফিল্ম ‌যে বিগ বাজেটের ফিল্ম তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন পরিচালক।

এদিকে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে '‍সাহো'‍র শ্যুটিং শুরুর সঙ্গে সঙ্গেই গোটা শহর ধীরে ধীরে 'সাহো'‍ জ্বরে আক্রান্ত হতে শুরু করেছে তা শহরের বিভিন্ন প্রান্তে '‍সাহো'‍র ব্যানার, ও আকাশে ওড়া '‍সাহো'‍ নামাঙ্কিত বেলুন দেখেই বেশ বোঝা ‌যাচ্ছে। অন্যদিকে, শ্যুটিং স্পটের বাইরে এদিন সকাল থেকেই প্রভাসকে দেখার জন্য উপচে পড়েছিল মানুষের ভিড়। আর ভিড় সামাল দিতে এদিন অতিরিক্ত নিরাপত্তাও মোতায়েন ছিল রামোজি ফিল্ম সিটিতে। 
fallbacks

fallbacks

 

Read More