Home> বিনোদন
Advertisement

অভিষেক সহ বচ্চনদের বিরুদ্ধে 'গুরুতর' অভিযোগ পরিচালকের!

লাদাখে যাওয়ার কথা শুনে কী বলেন জুনিয়র বচ্চন!

অভিষেক সহ বচ্চনদের বিরুদ্ধে 'গুরুতর' অভিযোগ পরিচালকের!

নিজস্ব প্রতিবেদন : সবে সবে মুক্তি পেয়েছে জে পি দত্তের সিনেমা ‘পল্টন’-এর ট্রেলর। ১৯৬৭-র ভারত-চিন যুদ্ধ নিয়েই তৈরি হয়েছে জে পি দত্তের সিনেমা ‘পল্টন’। যে সিনেমায় জ্যাকি শ্রফ, সোনু সুদ, গুরমিত চৌধুরী, হর্ষবর্ধন রানে, এষা গুপ্তার মত অভিনেতা রয়েছেন। কিন্তু, জানেন কি ‘পল্টন’-এ জ্যাকি শ্রফ-দের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা ছিল অভিষেক বচ্চনেরও। কিন্তু, শেষ পর্যন্ত জে পি দত্তের সিনেমা থেকে বাদ পড়েন জুনিয়র বচ্চন।

আরও পড়ুন : চিনের সঙ্গে বীরবিক্রমে লড়াই ভারতীয় সেনার, সেই গল্পই বলবে 'পল্টন'

কেন জে পি দত্তের সিনেমা থেকে অভিষেক বচ্চনকে বাদ পড়তে হল? যেখানে এই পরিচালকের ‘রিফিউজি’-র হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন অভিষেক বচ্চন। এরপর অভিষেক, ঐশ্বর্যর ‘উমরাওজান’-ও নতুন রূপ পায় জে পি দত্তের হাত ধরে। সংশ্লিষ্ঠ পরিচালকের সঙ্গে যখন অভিষেকের ভাল সম্পর্ক, তখন একেবারে শেষ মুহূর্তে ‘পল্টন’ থেকে কেন বাদ পড়লেন জুনিয়র বচ্চন?

দেখুন ‘পল্টন’-এর ট্রেলর...

 

সিনেমার ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে এ বিষয়ে জে পি দত্তকে জিজ্ঞাসা করা হলে, তিনি যেন রাগে ফুঁসে ওঠেন। তিনি বলেন, ‘এই প্রশ্নটা বচ্চনদের গিয়ে করুন। তখন কী হয়েছিল এবং কেন অভিষেক বেরিয়ে গেলেন, সেই প্রশ্নটা বচ্চনরাই ভাল দিতে পারবেন’ বলে মন্তব্য করেন জে পি দত্ত। বলিউডের বর্ষীয়ান পরিচালকের ওই মন্তব্যের পর এ বিষয়ে আর কেউ কোনও পাল্টা মন্তব্য করেননি।

আরও পড়ুন : ক্যান্সারের থাবা সরিয়ে সেরে উঠবেন সোনালি? কী বললেন অভিনেত্রীর স্বামী

এদিকে জে পি দত্তের ‘পল্টন’-এর লাদাখ-এ শুটিংয়ের সময় আচমকাই সেখানে বেঁকে বসেন অভিষেক বচ্চন। শোনা যাচ্ছে, স্ক্রিপ্ট অনুযায়ী অভিষেক বচ্চনের তুলনায় বেশি সময় স্ক্রিনে থাকার কথা ছিল। আর তাতেই খেপে যান অভিষেক বচ্চন। সোনু সুদের তুলনায় তিনি কম সময় স্ক্রিনে থাকলে, সেই সিনেমায় কিছুতেই অভিনয় করতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন অভিষেক বচ্চন। সেই কারণেই লাদাখে শুটিং শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে ‘পল্টন’ করবেন না বলে স্পট জানিয়ে দেন অভিষেক বচ্চন। আর এরপর থেকে জুনিয়র বচ্চন সহ বচ্চন পরিবারের সঙ্গে জে পি দত্তের সম্পর্ক খারাপ হতে শুরু করে।

আরও পড়ুন : আলিয়াকে কাছে টেনে নিলেন রণবীর, ভাইরাল হল ছবি

১৯৬৭ সালে সিকিমের নাথুলা দখলের জন্য যেভাবে মুখিয়ে ওঠে চিন, ‘পল্টন’-এ সেই গল্পই বলা হয়েছে। সিনেমায় চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে ভারতীয় সেনার ধুন্ধুমার যুদ্ধের ছবি তুলে ধরা হয়েছে অত্যন্ত সন্তর্পনে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে জে পি দত্তের সিনেমা ‘পল্টন’।

Read More