Home> বিনোদন
Advertisement

আইনস্টাইনের ভূমিকায় নাসিরুদ্দিন শাহ

বম্বে টকিজের সঙ্গে হাত মিলিয়ে বিখ্যাত পৃথ্বী থিয়েটার ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আজ। উত্‍সবের উদ্বোধন করবেন নাসিরুদ্দিন শাহ। আর সেই সঙ্গেই বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের চরিত্র অভিনয় করবেন তিনি।

আইনস্টাইনের ভূমিকায় নাসিরুদ্দিন শাহ

ওয়েব ডেস্ক: বম্বে টকিজের সঙ্গে হাত মিলিয়ে বিখ্যাত পৃথ্বী থিয়েটার ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আজ। উত্‍সবের উদ্বোধন করবেন নাসিরুদ্দিন শাহ। আর সেই সঙ্গেই বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের চরিত্র অভিনয় করবেন তিনি।

নিজের চেহারার অদ্ভুত সাদৃশ্য দেখে আইনস্টাইনের চরিত্রে অভিনয় করতে রাজি হন নাসিরুদ্দিন। পৃথ্বী থিয়েটারে বুধবার ও বৃহস্পতিবার সন্ধে ৬টা ও রাত ৯টায় রয়েছে নাসিরের শো। তিনি জানান, "একজন আমাকে নিজের একটি ড্রইং মেল করে। সেই ড্রইংয়ে আমার মুখ বসিয়ে আইনস্টাইনকে আঁকা হয়েছে। তখনই আমি নিজের সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পাই। আমার চেহারা ইহুদিদের মতো। দাড়ি রাখলে আমাকে অনেকেই ইহুদি ভেবে ভুল করত।"

 

 

 

Read More