Home> বিনোদন
Advertisement

Apple Tree: বহু বছর কথা হয় না, লকডাউনে বড় ভাইয়ের স্মৃতিতে বিহ্বল ছোট ভাই

এমনই একটা অবেগঘন বিষয় নিয়েই তৈরি হয়ে উইন্ডোজ প্রোডাকশনের লকডাউন শর্টস-এর তৃতীয় শর্ট ফিল্ম অ্যাপেল ট্রি।

Apple Tree: বহু বছর কথা হয় না, লকডাউনে বড় ভাইয়ের স্মৃতিতে বিহ্বল ছোট ভাই

নিজস্ব প্রতিবেদন : নানান পারিবারিক কারণ ও মনোমালিন্যে দুই ভাইয়ের কথা হয়নি বহু বছর। বর্তমানে দুজনে পৃথিবীর দুই প্রান্তে থাকেন। সময় এগিয়েছে, বয়স বেড়েছে দুজনেরই। দুজনেই এখন প্রবীণ নাগরিকের মধ্যে পড়েন। তবে লকডাউনে ঘরবন্দি ছোট ভাইয়ের ভীষণ মনে পড়ছে দাদাকে। এমনই একটা অবেগঘন বিষয় নিয়েই তৈরি হয়ে উইন্ডোজ প্রোডাকশনের লকডাউন শর্টস-এর তৃতীয় শর্ট ফিল্ম অ্যাপেল ট্রি।

'হিং', 'রূপকথা'র পর রবিবার বিকেল ৫টায় মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশন-এর শর্ট ফিল্ম অ্যাপেল ট্রি। লকডাউন, করোনা সংক্রমণ-কে বিষয় করেই এই আবেগঘন ছবি বানিয়ে ফেলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। 

আরও পড়ুন-লকডাউনে বাড়িতে বসেই নিতে পারেন অপরাজিতা-মানালির 'হিং' ফোড়নের স্বাদ

Apple Tree-তে অভিনয় করেছেন ধ্রুবজ্যোতি নন্দী ও অনুপা ঠাকুরতা। সত্যঘটনা অবলম্বনে এই শর্ট ফিল্মের গল্প লিখেছেন জিনিয়া সেন। ছবির সম্পদনার দায়িত্বে ছিলেন মলয় লাহা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-'রূপকথা'র গল্পে দুই সন্তানকে 'করোনা' রাক্ষসের গল্প শোনালেন বিশ্বনাথ

Read More