Home> বিনোদন
Advertisement

‘নির্ভীকভাবে নিজের মতামত প্রকাশ করা, আমার কাছে স্বাধীনতা’ : Koel Mallick

ধর্ম, জাতপাতের ভেদেভেদ না করা মানে কোয়েলের কাছে স্বাধীনতা

‘নির্ভীকভাবে নিজের মতামত প্রকাশ করা, আমার কাছে স্বাধীনতা’ : Koel Mallick

নিজস্ব প্রতিবেদন: ৭৫ তম স্বাধীনতা দিবস (Indian Independence Day)। দিকে দিকে উদযাপন করা হল এই বিশেষ দিন। তারকারাও নিজেদের মতামত প্রকাশ করেছেন স্বাধীনতা নিয়ে। তাঁদের কাছে স্বাধীনতার অর্থ কী? সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নিজেদের ভাবনা। 

fallbacks

আরও পড়ুন: 75th Independence Day: Kargil war নিয়ে ছবি তৈরি করে মৃত্যুর হুমকি পেয়েছিলেন J.P.Dutta

অভিনেতা কোয়েল মল্লিকও (Koel Mallick) এদিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, তাঁর মতে ‘স্বাধীনতা শব্দটির ব্যাপ্তি অনেক। আমার কাছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, নারী পুরুষ নির্বিশেষে তাঁদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কাজ করতে পারা, সেটা আমার কাছে স্বাধীনতা। অসহায় মানুষকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কোনও মানুষের অনুমতি ছাড়া, সেটা আমার কাছে স্বাধীনতা’। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

কোয়েল আরও বলেন- ‘ধর্ম, জাতপাতের ভেদেভেদ না করা মানে আমার কাছে স্বাধীনতা। নির্ভীকভাবে নিজের মতামত প্রকাশ করা, আমার কাছে স্বাধীনতা। স্বাধীনতা কখনই উৎশৃঙ্খলতা হতে পারে না, স্বাধীনতা মানে নিজের উপর নিয়ন্ত্রণ রেখে চলা। মানুষের নির্ভীক হাসিতেই আমি স্বাধীনতা দেখতে পাই, জয় হিন্দ’। নায়িকা বরাবরই প্রকাশ্যে নিজের বক্তব্য রেখেছেন। যে কোনও বিষয় সাহসীকতার পরিচয় দিয়েছেন নায়িকা। আবারও একবার মনের কথা তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিলেন নায়িকাকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More