Home> বিনোদন
Advertisement

Oxygen Crisis: 'গাছ লাগান', সমাধান বলেও ট্রোলের শিকার Kangana Ranaut

একের পর এক মেমে ভরে যায় টুইটার

Oxygen Crisis: 'গাছ লাগান', সমাধান বলেও ট্রোলের শিকার Kangana Ranaut

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ওয়েভে দেশজুড়ে যখন অক্সিজেন সঙ্কট চরমে তখন নেটিজেনদের জন্য সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এলেন কঙ্গনা রানাউত। কিন্তু বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। বৃহস্পতিবার সকালে টুইটে একটি ভিডিও শেযার করে তিনি লেখেন, কেউ যদি দেহে অক্সিজেনের অভাব বোধ করেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান হল গাছ লাগানো। যদি তা না পারেন তাহলে অন্তত গাছ কাটবেন না। একইসাথে তিনি বলেন পুরনো জামাকাপড় পুনর্ব্যবহার করা, নিরামিষ খাওয়া ও অরগ্যানিক জীবনযাপন করাই এই সমস্যার স্থায়ী সমাধান। আর এরপরই ট্রোলের শিকার হন অভিনেত্রী।

আরও পড়ুন: 'তৃতীয় সন্তান হলেই জরিমানা বা জেল', Kangana এর মন্তব্যে উত্তাল টুইটার
 

আরও পড়ুন: মা হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা, মন খারাপ Subhashree-র

 

কঙ্গনার এই উপদেশ ভালোভাবে নেননি কেউ। নেটিজেনরা কঙ্গনার টুইটের পরে তাঁকে ট্রোল করে একাধিক মেম বানাতে থাকেন। কেউ তাঁর বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন তো কেউ সরাসরি কুরুচিকর আক্রমণ দেগে বসেন। এর আগের দিনই কঙ্গনা অভিযোগ করেন দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণেই মানুষ মারা যাচ্ছে। তৃতীয় সন্তান হলেই জেল বা জরিমানা, জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর আইনের দাবি তোলেন কঙ্গনা। কেউ কেউ পাল্টা টুইটে করে তোপ দাগেন যে কঙ্গনার নিজেরই ভাই ও বোন রয়েছে। সে নিয়েও বিতর্ক দানা বাঁধে। 

Read More