Home> বিনোদন
Advertisement

'Bestfriend-এর girlfriend, এক স্বপ্ন না দুঃস্বপ্ন?' সোশ্যাল মিডিয়ায় উত্তরের খোঁজে Ishaa Saha

মৈনাক ভৌমিকের আগামী ওয়েব সিরিজ ‘বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস’।

'Bestfriend-এর girlfriend, এক স্বপ্ন না দুঃস্বপ্ন?' সোশ্যাল মিডিয়ায় উত্তরের খোঁজে Ishaa Saha

নিজস্ব প্রতিবেদন: সকাল সকাল ঋতব্রত মুখোপাধ্য়ায়ের বাড়ি এসে হাজির ইশা সাহা (Isha Saha)। বলা নেই কওয়া নেই একেবারে ট্রলি ভর্তি জামাকাপড় নিয়ে হাজির তিনি। জোর জবরদস্তি বাড়িতে ঢুকে কার্যত দখল করে নিয়েছেন অভিনেত্রী। তবে এইসব ঘটনাই ঘটেছে চিত্রনাট্য অনুযায়ী। মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) আগামী ওয়েব সিরিজ ‘বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস’ (Boyfriends & Girlfriends) এর সাম্প্রতিক প্রোমোতেই এই কাণ্ড ঘটালেন ইশা ও ঋতব্রত। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

 

আরও পড়ুন: Exclusive: Yash-র কোলে চেপেই হাসপাতাল থেকে বাড়ি ফিরল Nusrat-এর ছেলে Yishaan

এটি মৈনাকের দ্বিতীয় ওয়েব সিরিজ। সিরিজটি লিখেছেন মৈনাক ভৌমিক তবে সিরিজটি পরিচালনা করেছেন শুভঙ্কর পাল। এটি একটি কমেডি সিরিজ। আজকের প্রজন্মের কিছু ছেলে মেয়ের প্রেমের গল্প বলবে এই সিরিজ। ছোটবেলার তিন বন্ধু  এবং তাঁদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই সিরিজের চিত্রনাট্য। মূল চরিত্রে রয়েছেন ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, উজান চট্টোপাধ্যায়, ইশা সাহা, অদ্রিজা রায় ও মধুরিমা ঘোষ। আগামী ৩ সেপ্টেম্বর ‘হইচই’-তে মুক্তি পেতে চলেছে সিরিজটি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Read More