Home> বিনোদন
Advertisement

করোনায় আক্রান্ত 'গেম অফ থ্রোনস'-এর অভিনেত্রী ইন্দিরা বর্মা

প্রত্যেকে সাবধানে থাকুন বলে বার্তা দেন ভারতীয় বংশোদ্ভূত অভিনেত্রী 

করোনায় আক্রান্ত 'গেম অফ থ্রোনস'-এর অভিনেত্রী ইন্দিরা বর্মা

নিজস্ব প্রতিবেদন : করোনায় আক্রান্ত গেম অফ থ্রোনসের অভিনেত্রী। ভারতীয় বংশোদ্ভূত অভিনেত্রী ইন্দিরা বর্মার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকেই শুরু হয়েছে জোর শোরগোল।

আরও পড়ুন  :  বাড়ল মনের দূরত্ব! শেষে রণবীরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল আলিয়ার?
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইন্দিরা জানান, কোভিড ১৯-এ আক্রান্ত তিনি। পরীক্ষা করানোর পর জানতে পারেন, করোনা সংক্রমিত হয়েছেন তিনি। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন ইন্দিরা। করোনা সংক্রমণের কথা জানার পরই নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলেছেন বলে জানান ইন্দিরা। পাশাপাশি এও জানান, প্রত্যেকে যেন নিজের ঘরে থাকেন। সতর্ক এবং সাবধান থাকুন প্রত্যেকে, ভক্তদের কাছে সেই আবেদন জানান ভারতীয় বংশোদ্ভূত অভিনেত্রী।

আরও পড়ুন :  ইনি যেন হুবহু ঐশ্বর্য, ইন্টারনেট কাঁপাচ্ছেন রাই সুন্দরীর 'হামসকল'
প্রসঙ্গত, ইন্দিরা বর্মার পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন গেম অফ থ্রোনসের আরও এক অভিনেতা খ্রিস্টোফার হিবজুও। খ্রিস্টোফার হিবজুর আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই জানা যায় ইন্দিরা বর্মার করোনায় কাবু হওয়ার সংবাদ।
এদিকে করোনার চিকিতসার পর বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন হলিউড স্টার টম হ্যাঙ্কস। তাঁকে সম্প্রতি হাসপাতালে থেকে ছেড়েও দেওয়া হয়। টম হ্যাঙ্কসের পাশাপাসি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস অভিনেতা ইদ্রিস এলবাও করোনায় আক্রান্ত বলে জানা যায়।

কিম কারদাশিয়ান, কোলে কারদাশিয়ান, কাইলি জেনার-রাও বর্তমানে গৃহ বন্দি করোনার জেরে। এমনকী, কোভিড ১৯-এর প্রভাব কাটাতে কারদাশিয়ান বোনেরা একে অন্যের সঙ্গে দেখা পর্যন্ত করছেন না বলে জানান হলিউডের জনপ্রিয় টেলিভিশন তারকা কিম কারদাশিয়ান।

Read More