Home> বিনোদন
Advertisement

আইফায় মুগ্ধ করলেন রেখা, ফিরিয়ে নিয়ে গেলেন মুঘল-ই-আজমের দুনিয়ায়

 প্রত্যেক বছরই ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যকাডেমি (IIFA) পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। তবে এবার ব্যাংককে অনুষ্ঠিত আইফা-২০১৮র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ছিল একটু অন্যরকম, আরও বেশি আকর্ষণীয়। সৌজন্যে রেখা। এবছর অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তিনিই। দীর্ঘ ২০ বছর পর ফের মঞ্চে ফিরলেন রেখা। তাঁর গ্ল্যামারে ম্লান হয়ে গেল অন্য সমস্ত ঔজ্জ্বল্য।

আইফায় মুগ্ধ করলেন রেখা, ফিরিয়ে নিয়ে গেলেন মুঘল-ই-আজমের দুনিয়ায়

নিজস্ব প্রতিবেদন: প্রত্যেক বছরই ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যকাডেমি (IIFA) পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। তবে এবার ব্যাংককে অনুষ্ঠিত আইফা-২০১৮র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ছিল একটু অন্যরকম, আরও বেশি আকর্ষণীয়। সৌজন্যে রেখা। এবছর অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তিনিই। দীর্ঘ ২০ বছর পর ফের মঞ্চে ফিরলেন রেখা। তাঁর গ্ল্যামারে ম্লান হয়ে গেল অন্য সমস্ত ঔজ্জ্বল্য।

 'রেখা', বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এই নামটির সঙ্গেই যেন জুড়ে রয়েছে এক শাশ্বত সৌন্দর্য। একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রীকে ফের একবার মঞ্চে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। অবশেষে ফিরল সেই রাত। ৬৩ বছর বয়সেও সেই আগের মতোই মুগ্ধ করলেন রেখা। সলম-ই-ইশক, 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া' গানে রেখার নাচ ফের একবার দর্শকদের 'মুঘল-ই-আজম'-এর দুনিয়ায় নিয়ে গেল।

যাঁর এদিন রেখার এই পারফরম্যান্স দেখতে পাননি তাঁদের হয়ত অনেকটাই পওয়া হল না। দেখে নিন তাঁরই ঝলক...

এদিন রেখা ছাড়াও আইফার মঞ্চে পারফর্ম করেন বরুণ ধাওয়ান, ববি দেওয়াল, কার্তিক আরিয়ান, লুলিয়া ভানতুর, অর্জুন কাপুর, রণবীর কাপুর, অনিল কাপুর, কৃতি শ্যানন, অনিল কাপুর, আয়ুষ্মান খুরানা সহ অন্যন্যরাও।

আরও পড়ুন-

Read More