Home> বিনোদন
Advertisement

ফের পাইরেসির থাবা, অনলাইনে ফাঁস হল 'গোলমাল এগেইন'!

ফের পাইরেসির থাবা, অনলাইনে ফাঁস হল  'গোলমাল এগেইন'!

নিজস্ব প্রতিবেদন:  এবার পাইরেসির শিকার 'গোলমাল এগেইন'। অনলাইনে ফাঁস হয়ে গেল অজয় দেবগণের 'গোলমাল এগেইন'এর  HD ভার্সন।

বক্স অফিস বলছে 'গোলমাল এগেইন' বেশ ভালোই ব্যবসা করছে। প্রথম দিনেই প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করছে রোহিত শেঠির এই সিনেমা। এমনকি এটি টক্কর দিচ্ছে আমিরের 'সিক্রেট সুপারস্টার'-কেও।

গত ২০ অক্টোবর মুক্তি পায় অজয় দেবগণ, কুণাল খেমু, তুষার কাপুর, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে, পরিণীতি চোপড়া, টাব্বু অভিনীত 'গোলমাল এগেইন'। মুক্তির পরই এই ফিল্মটি অনলাইনে দেখা যাচ্ছে বলে শোনা যায়। তারমধ্যে কিছু ভিডিওর কোয়ালিটি খারাপ, আবার কিছু ভিডিও রয়েছে এইচডি ভার্সনে। কিছুদিন আগেই পাইরেসির শিকার হয়েছিল অভিনেতা রাজকুমার রাও-এর ফিল্ম 'নিউটন', যেটি ২০১৮ সালে ভারতের হয়ে অস্কারের প্রতিনিধিত্ব করছে। 

আরও পড়ুন- প্রয়াত রানি মুখোপাধ্যায়ের বাবা রাম মুখোপাধ্যায়

Read More