Home> Cinema Reviews
Advertisement

ফোর্স টু-এর জোর আছে, তবে গতি কম

বক্স অফিসে পারফরম্যান্স মন্দ নয়। যারা দেখছেন, তারা বলছেন পয়সা উসুল সিনেমা। জন আব্রাহামকে অনেক দিন পর পাওয়া গেল সেই পুরনো ছন্দে। আকিরার পর সোনাক্ষি সিনহার পারফরম্যান্সও ভাল। নোট সমস্যার মাঝে বলিউডের ফোর্স তবু সেভাবে দাগ কাটল না।

ফোর্স টু-এর জোর আছে, তবে গতি কম

ওয়েব ডেস্ক: বক্স অফিসে পারফরম্যান্স মন্দ নয়। যারা দেখছেন, তারা বলছেন পয়সা উসুল সিনেমা। জন আব্রাহামকে অনেক দিন পর পাওয়া গেল সেই পুরনো ছন্দে। আকিরার পর সোনাক্ষি সিনহার পারফরম্যান্সও ভাল। নোট সমস্যার মাঝে বলিউডের ফোর্স তবু সেভাবে দাগ কাটল না।

আরও পড়ুন- বিনোদনের সব খবর

২০১১ সালে নিশিকান্ত কামাতের ফোর্সের পাঁচ বছর পর রিলিজ করল অভিনব দেও-এর পার্টু টু ভার্সন। তাই স্বাভাবিকভাবেই তুলনাটা এসেই পড়ছে। সে তুলনায় বাজিমাত করছে ফোর্স টু। তবে গল্পের টানটানভাবটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় যে ফোর্স টু- দেখার পর একটা আক্ষেপ তৈরি হয়। মশলা ছবি বানাতে গিয়ে গল্পের খেই হারায় ফোর্স টু-তে। জন সব ভাল করেও অতিরিক্ত চেষ্টা করতে গিয়ে একটু ঘেঁটেছেন। পরিচালকও একদম ঝুঁকি নিতে চাননি। ঝুঁকিটা নিলে হয়তো ফোর্স টু-এর জোরের সঙ্গে গতিও আসত। 

Read More