Home> বিনোদন
Advertisement

আমফানে ক্ষতিগ্রস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলিকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য

তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হল মালিকদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। 

আমফানে ক্ষতিগ্রস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলিকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য

নিজস্ব প্রতিবেদন : আমফানে ক্ষতিগ্রস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমা হল মালিকদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হল মালিকদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকেই এ খবর জানানো হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমা হল মেরামতির জন্য মালিকরা নিজ নিজ জেলায় DICO অফিসে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। তবে জেলা প্রশাসনের তরফে আবেদনকারীদের মালিকদের হলগুলির প্রকৃত অবস্থা খতিয়ে দেখা হবে। অবস্থা খতিয়ে দেখার পর কোন DICO অফিসের তরফে তালিকা তৈরি করা হবে। তার ভিত্তিতেই দেওয়া হবে এই ক্ষতিপূরণ।

আরও পড়ুন-মাদককাণ্ডে গ্রেফতার রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী

fallbacks

আরও পড়ুন-''রিয়ার নির্দেশেই সুশান্তের জন্য ড্রাগ আনা হত'', NCB-র জেরায় বড় স্বীকারোক্তি সৌভিক চক্রবর্তীর

প্রসঙ্গত, লকডাউনের পর থেকে বন্ধ রয়েছে গোটা দেশের সমস্ত সিনেমা হল। আনলকের চতুর্থ পর্বেও হল খোলার অনুমতি মেলেনি কেন্দ্রের তরফে। এদিকে এরাজ্য লকডাউনের মধ্যে আমফানের তাণ্ডবে জেলার বহু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

Read More