Home> বিনোদন
Advertisement

ছপক: লক্ষ্মীর আইনজীবীর নাম ছবিতে উল্লেখ করতে হবে নির্দেশ দিল্লি হাইকোর্টের

'ছপক'-এর নির্মাতাদের এমনই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। 

ছপক: লক্ষ্মীর আইনজীবীর নাম ছবিতে উল্লেখ করতে হবে নির্দেশ দিল্লি হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: 'ছপক' (Chaapaak) মুক্তির আগে ছবিতে লক্ষ্মী আগরওয়ালের আইনজীবী অপর্ণা ভাটের নাম উল্লেখ করতে হবে। 'ছপক'-এর নির্মাতাদের এমনই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। 

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জন্য তিনি দীর্ঘদিন মামালা লড়েছেন, অথচ সিনেমার টাইটেলের কৃতজ্ঞতা প্রকাশে তাঁর নাম উল্লেখ নেই। এমনকি উল্লেখ করা হয়নি লক্ষ্মী আগরওয়ালের নামও। এই অভিযোগেই আদলতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী অপর্ণা ভাট। তাঁর সেই দাবি মেনেই সিনেমায় অপর্ণা ভাটের নাম উল্লেখ করার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট।  এই মামলায় অপর্ণার আইনজীবী জানান, ''গত ৭ জানুয়ারি ছবির বিশেষ প্রদর্শনের দিন (Film Premiere) ছপক (Chaapaak) দেখে হতাশ হন অপর্ণা ভাট। তিনি দেখেন, ছবির টাইটেল কার্ড থেকে তাঁর (অপর্ণা) এবং লক্ষ্মীর নাম সরিয়ে দেওয়া হয়েছে। যা দেখার পর তিনি বিষয়টি পরিচালক মেঘনা গুলজারকে জানান, যদিও তাঁর তরফে কোনও সদুত্তর মেলেনি। আর সেকারণেই আদলতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন অপর্ণা ভাট। তবে এই মামলায় কোনওরকম আর্থিক দাবি তিনি করেননি।''

আরও পড়ুন-'একবার ছুঁয়ে দে, তোর হয়ে যেতে চাই', নুসরতের জন্য গান গাইলেন নিখিল

প্রসঙ্গত কিছুদিন আগে সিনেমার টাইটেল কার্ডে কৃতজ্ঞতা স্বীকারে নিজের নাম না দেখে ফেসবুকেও ক্ষোভ প্রকাশ করেছিলেন আইনজীবী অপর্ণা ভাট। লিখেছিলেন, ''আমি আমার কাজের প্রচার কোনওদিন চায়নি। তবে ছপক দেখে আমি হতাশ। ছবিতে নূন্যতম কৃতজ্ঞতাও স্বীকার করা হয়নি। তাই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি দীর্ঘদিন পাতিয়ালা হাউস কোর্টে মামলা লড়েছি। আর ঘটনাচক্রে কাল আমার হয়ে কেউ মামলা লড়তে চলেছে।''

আরও পড়ুন-নেহা কক্করই তাঁর পুত্রবধূ হতে চলেছেন, জানিয়ে দিলেন উদিত নারায়ণ!

প্রসঙ্গত, সমস্ত রকম বিতর্কের শেষে অবশেষে ১০ জানুয়ারি শুক্রবার মুক্তি পেয়েছে। তবে ছবিটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার। 

Read More