Home> বিনোদন
Advertisement

কুম্ভে ১৫০টি ড্রোনের 'ব্রহ্মাস্ত্র'

 ১৫০টি ড্রোন, ধীরে ধীরে সেগুলিই সাজিয়ে গড়ে উঠল 'ব্রহ্মাস্ত্র'র লোগো...

কুম্ভে ১৫০টি ড্রোনের 'ব্রহ্মাস্ত্র'

নিজস্ব প্রতিবেদন: প্রয়াগরাজে কুম্ভ মেলার আকাশে উড়ল ১৫০টি ড্রোন, ধীরে ধীরে সেগুলিই সাজিয়ে গড়ে উঠল 'ব্রহ্মাস্ত্র'র লোগো, কখনও বা ড্রোনগুলিই সাজিয়ে আকাশে ফুটে উঠল কুম্ভ ২০১৯ লেখাটি। এভাবে কোনও ছবির লোগোর উদ্বোধন বলিউডে প্রথম। গোটা অনুষ্ঠানটি লাইভ করে দর্শদের সামনে তুলে ধরলেন আলিয়া। তাঁর সামনে মাঝে মধ্যেই ফুট কাটতে দেখা গেল রণবীরকে। পুরো ঘটনার সামনে থেকে দেখলেন তাঁরা। রণবীর ও পরিচালক অয়ন মুখোপাধ্যায় তুলনামূলক চুপ থাকলেও আলিয়াকে এদিন বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল।

এদিন মুম্বই বিমানবন্দর থেকে প্রয়াগরাজের কুম্ভ মেলা পর্যন্ত গাড়িতে যাওয়া, গোটা যাত্রাপথই লাইভ করতে দেখা যায় আলিয়াকে।

আরও পড়ুন-ফের প্রাক্তন রণবীরের সঙ্গে কফি ডেটে দীপিকা

আরও পড়ুন-অর্জুন-মালাইকার বিয়ের খবরে খুশি নন, বিয়েতে থাকছেন না দিদি সোনম?

সোমবার 'ব্রহ্মাস্ত্র'-এর লোগো উদ্বোধনের পাশাপাশি কমিক বই থেকে অনুপ্রাণিত হয়ে ওই আঙ্গিকে 'ব্রহ্মাস্ত্র'র রণবীর-আলিয়ার একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অয়ন মুখোপাধ্যায়।

আরও পড়ুন-মুম্বইয়ের জঙ্গি দমন শাখায় যোগ দিচ্ছেন অক্ষয়?

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

জানা যাচ্ছে, রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' ছবিটি শিব ট্রিলজির উপর তৈরি একটি ফ্যান্টাসি ফিল্ম। এই ছবিকে রণবীর-আলিয়ারর পাশাপাশি নাগার্জুন, ডিম্পল কাপাডিয়া, মৌনি রায় সহ আরও অনেককেই দেখা যাবে এই ছবিতে। এবছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে ছবি। 

আরও পড়ুন-কুম্ভে গিয়ে 'ধম্মো-কম্মো' সারলেন রণবীর-আলিয়া

Read More