Home> বিনোদন
Advertisement

২০১৫ তে সবথেকে বেশি টাকা কামালো বলিউডের যে ১০ টা ছবি

২০১৫ প্রায় শেষ। আর তো কয়েকটা দিন। তারপরই আরও একটা নতুন বছর। তারপর সেই বছরটাকেই মানিয়ে নেওয়া। ২০১৬-র সঙ্গে অভ্যস্থ হয়ে যাওয়া। পুরোনো হয়ে যাওয়া সালটাকে একেবারে বিদায় জানানোর আগে একবার দেখেই নিন না, এ বছর কোন ১০ টা বলিউড ফিল্ম বক্স অফিসে সব থেকে বেশি টাকার ব্যাবসা করল।

 ২০১৫ তে সবথেকে বেশি টাকা কামালো বলিউডের যে ১০ টা ছবি

ওয়েব ডেস্ক: ২০১৫ প্রায় শেষ। আর তো কয়েকটা দিন। তারপরই আরও একটা নতুন বছর। তারপর সেই বছরটাকেই মানিয়ে নেওয়া। ২০১৬-র সঙ্গে অভ্যস্থ হয়ে যাওয়া। পুরোনো হয়ে যাওয়া সালটাকে একেবারে বিদায় জানানোর আগে একবার দেখেই নিন না, এ বছর কোন ১০ টা বলিউড ফিল্ম বক্স অফিসে সব থেকে বেশি টাকার ব্যাবসা করল।


১) বজরঙ্গী ভাইজান - (সলমান খান, করিনা কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকি) - ৩২০ কোটি টাকা।

২) প্রেম রতন ধন পায়ো - (সলমান খান, নীল নীতীন মুকেশ, সোনম কাপুর) - ২০৭ কোটি টাকা।

৩) তানু ওয়েডস মানু রিটার্নস - (মাধবন, কঙ্গনা রানওয়াত) - ১৫২ কোটি টাকা।

৪) এবিসিডি টু - (বরুন ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, প্রভু দেবা) - ১০৫ কোটি টাকা।

৫) বেবি - (অক্ষয় কুমার, তাপসি পান্নু, অনুপম খের) - ৯৫ কোটি টাকা।

৬) ওয়েলকাম ব্যাক - (জন আব্রাহাম, নানা পাটেকর, অনিল কাপুর) - ৯৪ কোটি টাকা।

৭) সিং ইজ ব্লিং - (অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন, কে কে মেনন) - ৯০ কোটি টাকা।

৮) গব্বর ইজ ব্যাক - (অক্ষয় কুমার, শ্রুতি হাসান) - ৮৬ কোটি টাকা।

৯) ব্রাদার্স - (অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্ডেজ) - ৮২ কোটি টাকা।

১০) পিকু - (অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, ইরফান খান) - ৭৯ কোটি টাকা।

Read More