Home> বিনোদন
Advertisement

করোনা আতঙ্ক, বন্ধ হচ্ছে বাংলা সিনেমা ও ধারাবাহিকের শ্যুটিং?

কলকাতাও মুম্বইয়ের পথে হাঁটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 

করোনা আতঙ্ক, বন্ধ হচ্ছে বাংলা সিনেমা ও ধারাবাহিকের শ্যুটিং?

নিজস্ব প্রতিবেদন : বলিউডের পর এবার করোনা আতঙ্কে কলকাতাতেও বন্ধ হতে পারে সিনেমা ও টিভি ধারাবাহিকের শ্যুটিং। সম্প্রতি এমনই সম্ভবনা তৈরি হয়েছে। যদিও  ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যাসোসিয়েশন (IMPA) এখনও লিখিত কোনও নোটিস জারি করা হয়নি। তবে গোটা দেশের মত সরকারি নিষেধাজ্ঞা মেনে কলকাতাও মুম্বইয়ের পথে হাঁটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 

সিনেমা ও টিভি ধারাবাহিকের শ্যুটিং বন্ধের বিষয়ে আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী জানান, ''আগামিকাল বিকেল ৪টেয় বৈঠক রয়েছে। বৈঠকের পরই পরবর্তী সিদ্ধান্তের কথা বলা সম্ভব হবে।'' যদিও ইমপার তরফে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন-করোনা সতর্কতা, বাতিল সমস্ত টিভি ধারাবাহিক ও সিনেমার শ্যুটিং

fallbacks

রও পড়ুন-প্রভাসকে রাতবিরেতেও ফোন করতে পারি, মুখ খুললেন অনুষ্কা

এদিকে ANI সূত্রে খবর, রবিবার ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসর অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন-এর তরফে ডাকা বৈঠকে মুম্বইয়ে সমস্তরকম শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত সমস্তরকম শ্য়ুটিং বাতিলের কথা ঘোষণা হয়েছে। একইভাবে মুম্বইয়ের মতো কলকাতাতেও যদি ১৯ তারিখ থেকে শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সমস্ত টিভি সিরিয়ালের শ্যুটিং যতটা সম্ভব ১৮ মার্চের মধ্যে এগিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে শ্যুটিং কতটা এগিয়ে রাখা সম্ভব হবে, তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। শ্যুটিং এগিয়ে রাখা সম্ভব না হলে দর্শকদের পুরনো পর্বগুলিরই পুনঃপ্রচার দেখতে হবে বলে মনে করছেন অনেকে। 

Read More