Home> বিনোদন
Advertisement

বজরঙ্গি ভাইজানের বাহুবলি যোগ

একদিকে সলমন খানের বজরঙ্গি ভাইজান, অন্যদিকে এসএস রাজামৌলির বাহুবলি। বক্সঅফিসে সমুখ সমরে দুই ছবি। তবে একটা জায়গায় কিন্তু একসূত্রে গাঁথা। দুটি ছবিরই চিত্রনাট্য লিখেছেন কেভি বিজেন্দ্র প্রসাদ।

বজরঙ্গি ভাইজানের বাহুবলি যোগ

ওয়েবে ডেস্ক: একদিকে সলমন খানের বজরঙ্গি ভাইজান, অন্যদিকে এসএস রাজামৌলির বাহুবলি। বক্সঅফিসে সমুখ সমরে দুই ছবি। তবে একটা জায়গায় কিন্তু একসূত্রে গাঁথা। দুটি ছবিরই চিত্রনাট্য লিখেছেন কেভি বিজেন্দ্র প্রসাদ।

সম্পর্কে রাজামৌলির বাবা বিজেন্দ্র প্রসাদ স্ক্রিপ্ট নিয়ে বহু পরিচালকের দোরে ঘুরেছেন। অবশেষে কবীর খান রাজি হয়েছেন সলমনকে নিয়ে বজরঙ্গি ভাইজান বানাতে। ২০১২ সালে অক্ষয় কুমারের ছবি রাউডি রাঠোরের চিত্রনাট্যও লিখেছিলেন বিজেন্দ্র প্রসাদ। এর আগে ২০০৬ সালে রাজামৌলি পরিচালিত তেলুগু ছবি বিক্রমাকুড়ুর চিত্রনাট্যকারও তিনি। লিখেছেন মেঘধীরা ও রাজন্যর চিত্রনাট্যও।

বজরঙ্গি ভাইজান মুক্তির ১ সপ্তাহ আগে মুক্তি পেয়েছে বাহুবলি। প্রথম দক্ষিণ ভারতীয় ছবি হিসেবে পেরিয়ে গিয়েছে ৩০০ কোটির লাভের হিসেব। অন্যদিকে, গত সপ্তাহে মুক্তি পাওয়া বজরঙ্গি ভাইজান প্রথম সপ্তাহান্তেই তুলে ফেলেছে ১০২ কোটি। এক বোবা শিশুকে তার পরিবারের সঙ্গে মিলিত করতে এক হনুমান উপাসকের পাকিস্তানে যাওয়ার গল্পো বজরঙ্গি ভাইজান।

 

Read More