Home> বিনোদন
Advertisement

Kangana Ranaut-এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ লেখক Ashish Kaul-র

 পর্দার 'মণিকর্ণিকা'র বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন লেখক আশিস কল।  

Kangana Ranaut-এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ লেখক Ashish Kaul-র

নিজস্ব প্রতিবেদন : মকর সংক্রান্তির দিনই মণিকর্ণিকা রিটার্নস-এর কথা ঘোষণা করেন কঙ্গনা রানাউত। ছবির নাম 'মণিকর্ণিকা রিটার্নস: দ্যা লেজেন্ড অফ দিদ্দা'। আর কঙ্গনার এই ছবি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। পর্দার 'মণিকর্ণিকা'র বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন লেখক আশিস কল।  

'মণিকর্ণিকা রিটার্নস: দ্যা লেজেন্ড অফ দিদ্দা'র গল্প কাশ্মীরের রানি 'দিদ্দা'র গল্প অনুসারে তৈরি হতে চলেছে। লেখক আশিস কলের অভিযোগ, তাঁর লেখা বই 'ওয়ারিয়র কুইন অফ কাশ্মীর'-থেকে গল্প নিয়েই ছবি বানাচ্ছেন কঙ্গনা। অভিনেত্রীর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনেছেন আশিস কল। তাঁর কথায়, ''আমার কাছে দিদ্দার গল্পের কপি রাইট রয়েছে। দিদ্দা যিনি কিনা লোহারের (পুঞ্চ) রাজকন্যা। পুঞ্চ বর্তমানে জম্মু-কাশ্মীর। এবং দিদ্দাই ছিলেন কাশ্মীরের রানি।''

আরও পড়ুন-ভাই সৌরভ ও ত্বরিতার বিয়েতে বরযাত্রী হয়ে গেলেন গৌরব-দেবলীন, প্রাক্তন স্ত্রীর বাড়ির অনুষ্ঠানে হাজির ভাস্বর

fallbacks

আরও পড়ুন- বিয়েতে বাঙালিয়ানা, রিসেপশনে মুঘল স্টাইলে সাজবেন 'কৃষ্ণকলি' আর 'খরকুটো'র তৃণা, জেনে নিন তাঁদের বিয়ের খুঁটিনাটি

আশিস কল জানান, তিনি ইংরাজিতে দিদ্দার গল্প লিখেছিলেন। তাঁর বইয়ের নাম 'ওয়ারিয়র কুইন অফ কাশ্মীর'। রূপা প্রকাশনী সংস্থার মাধ্যমে ২০১৮ সালে বইটি প্রকাশিত হয়। গতবছর সেপ্টেম্বর মাসে বইটির একটি মুখবন্ধ হিন্দিতে লিখে দেওয়ার জন্য কঙ্গনাকে তিনি অনুরোধ করেছিলেন। আশিস কলের কথায়, ''আমি গোটা গল্পটা কঙ্গনাকে মেইল করেছিলাম।বইটির জন্য হিন্দি মুখবন্ধ লিখে দেওয়ার অনুরোধ করেছিলাম। যদিও ওঁর থেকে আমি কোনও উত্তর পাইনি। ওঁর সঙ্গে সিনেমার বিষয়েও কোনও কথা হয়নি। এখন উনি সিনেমায় যে গল্প তুলে ধরতে চলেছেন, সেটা আমার বইয়ের গল্প।''

লেখক আশিস কলের আরও অভিযোগ, ''কঙ্গনা রানাউত ও তাঁর ছবির প্রযোজক তাঁর বই থেকে গল্প নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে এবার আইনের দ্বারস্থ হতে হবে।'' যদিও এবিষয়ে কঙ্গনা এখনও মুখ খোলেননি। 

Read More