Home> বিনোদন
Advertisement

আমি পুরুষ হলে, হেলেনকে নিয়ে পালিয়ে যেতাম : আশা ভোঁসলে

 খোদ আশা ভোঁসলেও হেলেনের রূপে মুগ্ধ ছিলেন। 

আমি পুরুষ হলে, হেলেনকে নিয়ে পালিয়ে যেতাম : আশা ভোঁসলে

নিজস্ব প্রতিবেদন : ৭ ও ৮ এর দশকে হিন্দি সিনেমায় ক্যাবারে ডান্স ও আইটেম ডান্সে ঝড় যিনি তুলেছিলেন, তিনি হলেন হেলেন। অসাধারণ নৃত্যশৈলীর পাশাপাশি, স্টাইল ডিভা হিসাবেও বহু পুরুষ হৃদয়ে ঝড় তুলেছিলেন তিনি। তবে শুধু পুরুষরাই নয়, হেলেনের সৌন্দর্যে মুগ্ধ ছিলেন বহু মহিলাও। খোদ আশা ভোঁসলেও হেলেনের রূপে মুগ্ধ ছিলেন। 

বুধবার নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন আশা ভোঁসলে। ১৯৪৩ থেকে শুরু করে তিনি তাঁর কেরিয়ারে স্টুডিওতে লাইভ রেকর্ডিং থেকে ইন্টারনেটের মাধ্যে অডিও রেকর্ডিং পাঠানো সবই দেখেছেন। আর সেকথাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৮৬ বছরের গায়িকা। নিজের জীবনের আরও অনেক কথাই সকলেক সঙ্গে ভাগ করে নিয়েছেন গায়িকা। 

আরও পড়ুন-''যীশু আমায় অ্যাটিটিউড দেখিয়েছিল'', ইনস্টা লাইভে অভিযোগ করলেন বিদ্যা!

হেলেন-এর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আশা ভোঁসলে বলেন, ''হেলেন, ও এত সুন্দর কী বলবো। ও যখন ঘরে ঢুকতো আমি গান বন্ধ করে ওর দিকে দেখতাম। আমি তো আমার রেকর্ডিংয়ের সময় ওকে না আসতেই অনুরোধ করবো। আমি হেলেনকে বলেছিলাম, আমি যদি পুরুষ হতাম, আমি ওকে নিয়ে পালিয়ে যেতাম। আর এটা সত্যি।''

fallbacks

আরও পড়ুন-লকডাউনে কাজ নেই, আত্মহত্যা ৩২ বছর বয়সী জনপ্রিয় টিভি তারকার

আশা ভোঁসলে আরও বলেন, ''আমি অনেক গান গেয়েছি। ওপি নায়ার, খৈয়াম সাব, শঙ্কর-জয়কিষণ সহ অনেকের লেখা গান গেয়েছি। সেসব দারুণ । তবে আমি চাই তরুণরাও ভালো লেখা, সুর নিয়ে এগিয়ে আসুক। আমি ওদের সকলকে উৎসাহ দিতে চাইবো। আমি কীভাবে নিজের জায়গা তৈরি করেছি, সে সব কথাই আমি আমার চ্যানেলে শেয়ার করবো। সেকথাগুলি তরুণরা জেনে উৎসাহিত হবে। আমার বেশকিছু অপ্রকাশিত গান আর ডি বর্মনের সুর করা, সেগুলিও আমার কাছে রয়েছে। আমি সেগুলিও ধীরে ধীরে আমার চ্যানেলের মাধ্যমে মুক্তি দেব। আমি সহগুলি আমার ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চাই।''

Read More