Home> বিনোদন
Advertisement

Samrat Prithviraj: উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে করমুক্ত, তিন দেশে নিষিদ্ধ অক্ষয়ের 'সম্রাট পৃথ্বীরাজ'

মুক্তির আগে বৃহস্পতিবার টুইট করে অক্ষয়ের ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'-কে নিজের রাজ্যে করমুক্ত ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। 

Samrat Prithviraj: উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে করমুক্ত, তিন দেশে নিষিদ্ধ অক্ষয়ের 'সম্রাট পৃথ্বীরাজ'

নিজস্ব প্রতিবেদন : উত্তর প্রদেশের পর এবার মধ্যপ্রদেশেও করমুক্ত অক্ষয় কুমারের (Akshay Kumar) পিরিয়ড ড্রামা 'সম্রাট পৃথ্বীরাজ'। ৩ জুন, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অক্ষয়ের এই সিনেমা। যদিও আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) জন্য এই ছবিটির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। ছবিটি দেখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath)। মুক্তির আগে বৃহস্পতিবার টুইট করে অক্ষয়ের ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'-কে নিজের রাজ্যে করমুক্ত ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। আর তার ঠিক পরপরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)ও তাঁর রাজ্যে ছবিটি করমুক্ত ঘোষণা করলেন। 

এদেশের একাধিক রাজ্যে যখন অক্ষয়ের ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'-(Samrat Prithviraj)কে করমুক্ত করা হচ্ছে তখন কাতার, ওমান ও কুয়েতে অক্ষয়ের এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত এর আগেও বিদেশের মাটিতে নিষিদ্ধ হয়েছে বলিউডের একাধিক ছবি। প্রসঙ্গত 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন মানুষী চিল্লার। রয়েছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ। হিন্দি ছাড়াও ছবিটি তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে। 

আরও পড়ুন-Pandit Bhajan Sopori: প্রয়াত প্রখ্যাত সন্তুর বাদক ভজন সোপারি

Read More