Home> বিনোদন
Advertisement

আমির খানকে 'খুনি' বানালো পাকিস্তানের নিউজ চ্যানেল

শুধু তাই নয়, সেই খবরের সঙ্গে দেখানো হয়েছে অভিনেতা আমির খানের ছবি।

আমির খানকে 'খুনি' বানালো পাকিস্তানের নিউজ চ্যানেল

নিজস্ব প্রতিবেদন : বলিউড অভিনেতা আমির খানকে 'খুনি' বানিয়ে দিল পাকিস্তানের সংবাদমাধ্যম। 'আমির খান খুনি' বলে পাক নিউজ চ্যানেলে খবর সম্প্রচারিত হয়েছে। শুধু তাই নয়, সেই খবরের সঙ্গে দেখানো হয়েছে অভিনেতা আমির খানের ছবি।

জানা যাচ্ছে, আসল বিভ্রান্তির কারণ লুকিয়ে রয়েছে আমির খান নামের মধ্যে। সম্প্রতি, একটি দুটি খুনের অভিযুক্ত পাকিস্তানের এমকিউএম নেতা সম্প্রতি ছাড়া পেয়েছেন। সেই খবরই পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছিল। তবে ছবিটি ছিল বলিউড অভিনেতা আমির খানের। দীর্ঘক্ষণ এই ভুল ছবি সম্প্রচারিত হওয়ার পর বিষয়টি যখন ওই নির্দিষ্ট নিউজ চ্যানেল কর্তৃপক্ষের নজরে আসে ততক্ষণে খবরের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে খেটে খাওয়া মানুষের জন্য আবেগঘন পোস্ট করণের

খবরে স্ক্রিনশট দিয়ে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নাইলা ইনায়ত নামে এক সাংবাদিক। তিনি খবরের স্ক্রিনশট দিয়ে লেখেন, ''খবরের হেডলাইন: দীর্ঘ ১৭ বছর পর এমকিউএম নেতা আমির খান দুটি খুনের ঘটনার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন '' এর নিচে নাইলা ইনায়ত লিখেছেন, ''জানতাম না তো ভারতের অভিনেতা আমির খান ১৭ বছর ধরে পাকিস্তানে ছিলেন।... ''

fallbacks

পাক সংবাদমাধ্যমের এই কাণ্ডকারখানায় হতবাক নেটিজেনরা। নাইলা ইনায়তের এই টুইটের নিচে অনেকেই বিরক্ত হয়ে কমেন্ট করেছেন। এই টুইটটি অনেকেই আবার আমির খানকে ট্যাগও করেন।

আরও পড়ুন-সুইৎজারল্যান্ডের পাহাড়ে উড়ল ভারতের তেরঙ্গা, অভিভূত তারকারা

fallbacks

তবে এবিষয়ে অভিনেতা আমির খানের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন-করোনায় প্রাণ গিয়েছে কাছের বন্ধুর, মন খারাপ লারা দত্তের

Read More