Home> বিনোদন
Advertisement

কুড়ি বছর পেরিয়ে কুছ কুছ হোতা হ্যায় আজও প্রাণবন্ত এবং মনের কাছের

টানা দু দশক ধরে প্রায় সব ঘরানার মানুষের মন জয় করেছে কুছ কুছ হোতা হ্যায়। পরবর্তী, তথা এই প্রজন্মের ওপরও এই ছবির প্রভাব কিছু কম না। শাহরুখ পুত্র আব্রাম থেকে শুরু করে করণের যমজ ছেলেমেয়ে যশ এবং রুহি পর্যন্ত মজে এই নাইনটিজ এর সিনেমার যাদুতে। বন্ধুত্ব আর ভালোবাসার সেই একই মন্ত্রে।

 কুড়ি বছর পেরিয়ে কুছ কুছ হোতা হ্যায় আজও প্রাণবন্ত এবং মনের কাছের
নিজস্ব প্রতিবেদন: দুই দশক পেরিয়েও একটা সিনেমা একইরকম ঝকঝকে। ছবির স্মৃতি ততটাই সতেজ এবং সুন্দর। এখনও সেই একটা ডায়লগেই আস্থা মিলেনিয়ালদের - বন্ধুত্বই ভালোবাসা। কুড়ি বছর পেরিয়ে কুছ কুছ হোতা হ্যায় আজও প্রাণবন্ত এবং মনের কাছের।
 

আরও পড়ুন- ‘তনুশ্রী আমাকে ধর্ষণ করেছে’, বিস্ফোরক রাখি 

কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু শুরুটাই যদি হয় এক অনবদ্য সাফল্যের সঙ্গে? ১৯৯৮এ মুক্তি পায় করণ জোহরের পরিচালনায় প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায়। ছবির মুখ্য চরিত্রে রাহুলের ভূমিকায় শাহরুখ খান, অঞ্জলির ভূমিকায় কাজল এবং টিনা হিসাবে রানি মুখার্জি। আপাতভাবে গল্প কয়েকজন কলেজ পড়ুয়াদের নিয়ে হলেও আট থেকে আশি সব্বাইই উপভোগ করেছেন এই ছবি।

আরও পড়ুন- সুস্থ ইরফান? দীপাবলির পর দেশে ফিরেই শ্যুটিং শুরু করবেন! 

 
কেউ বড়ো হয়েছেন KKHH কে মিলেনিয়ালদের প্রেমের বাইবেল মেনে, আবার কেউ এই ছবি দেখেই স্বপ্ন দেখেছেন অভিনেতা হওয়ার। এমনকি সদ্যই বি-টাউনে পা রাখা তরুণ প্রজন্ম এখনও রাহুল এবং অঞ্জলির বন্ধুত্বের আদলেই তৈরি করছে তাদের সম্পর্কের ভিত্তি।
 
নামী-দামী অ্যাওয়ার্ড, দর্শকদের প্রশংসা - কখনই কোনোকিছুর কমতি হয়নি এই ছবির। তবে কুছ কুছ হোতা হ্যায় এর সাফল্য কিন্তু শুধুই এই ছবির কলাকুশলীদের ঘিরেই নয়, ছবির সঙ্গে প্রত্যক্ষ ভাবে না হলেও কোনো না কোনো ভাবে যুক্ত সমস্ত মানুষের। ছবির গান থেকে শুরু করে বিভিন্ন গানের কোরিওগ্রাফি - সবকিছুর পরতে পরতে এক অদ্ভুত নস্টালজিয়া। বিহাইন্ড দ্য সিনস যেন কুড়ি নয়, মাত্র বছরখানেক আগের।
 
ছবির কস্টিউম ডিজাইনার থেকে মেকআপ আর্টিস্ট - করণ জোহরের প্রথম ছবিকে যথার্থই গ্র্যান্ড বানাতে কোনোরকম খামতি রাখেননি কেউই। শাহরুখের টাইট টিশার্ট হোক বা কাজলের বব কাট চুলে রংবেরং এর হেয়ারব্যান্ড - মনীষ মালহোত্র এবং মিকি কনট্র্যাক্টর সযত্নে সাজিয়েছিলেন করণের প্রথম ছবির ভীষণ স্পেশাল চরিত্রদের।
 
ছবির এক বড়ো চমক ছিলেন আমন মেহরা, যে ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন খান। তিনি নাকি স্ক্রিপ্ট না পড়েও, নিজেই করণকে বলেছিলেন যে তিনি এই ছবি করতে চান।
 
তবে একা সলমন খানই যে স্ক্রিপ্ট না পড়েই রাজি হয়েছিলেন এই ছবি করতে, তা কিন্তু নয়। ছবির মুখ্য অভিনেতা-অভিনেত্রীদের স্মৃতিচারণায় জানা গেল এমন কিছু তথ্য, যা শুনলে বিশ্বাস করতে বোধ করি বেশ অসুবিধাই হবে।
 
টানা দু দশক ধরে প্রায় সব ঘরানার মানুষের মন জয় করেছে কুছ কুছ হোতা হ্যায়। পরবর্তী, তথা এই প্রজন্মের ওপরও এই ছবির প্রভাব কিছু কম না। শাহরুখ পুত্র আব্রাম থেকে শুরু করে করণের যমজ ছেলেমেয়ে যশ এবং রুহি পর্যন্ত মজে এই নাইনটিজ এর সিনেমার যাদুতে। বন্ধুত্ব আর ভালোবাসার সেই একই মন্ত্রে।
Read More