Home> কর্ম ও শিক্ষা
Advertisement

৬০,০০০টাকা বেতনে কর্মী নিয়োগ করবে নীতি আয়োগ, আবেদন করুন আজই

 অনলাইনে আবেদন করা যাবে ২২ মে ২০১৯ পর্যন্ত। 

৬০,০০০টাকা বেতনে কর্মী নিয়োগ করবে নীতি আয়োগ, আবেদন করুন আজই

নিজস্ব প্রতিবেদন: দ্য ন্যাশনাল ইনস্টিটিউড ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়াতে দু-বছরের চুক্তির ভিত্তিতে ৬০ জন ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে।

পারিশ্রমিক: প্রতি মাসে ৬০,০০০ টাকা। 

বয়স: ২০ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়স ৩২ বছরের কম। 

শূন্যপদ: ৬০। পদগুলি দেখে নিন- এগ্রিকালচার, অটল ইনোভেশন মিশন, কমিউনিকেশন অ্যান্ড সোশাল মিডিয়া, ডেফেলপমেন্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স, এনর্জি, গভর্নেন্স অ্যান্ড রিসার্চ, হেলথ অ্যান্ড নিউটিরিশন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ও প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড পিপিপি, রুরাল ডেভেলপমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্কিল ডেভেলপমেন্ট, সোশাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ট্যুরিজম অ্যান্ড কালচার, ওয়াটার অ্যান্ড ল্যান্ড রিসোর্সেস, আরবান ডেভেলপমেন্ট। উল্লেখ্য সবক্ষেত্রেই ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা দরকার। বিস্তারিত যোগ্যতা সম্পর্কে জানতে www.niti.gov.in-এ যোগাযোগ করুন। 

আরও পড়ুন: ১০০ জন কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া, জেনে নিন বিস্তারিত

আবেদনের পদ্ধতি: www.niti.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। সরাসরি  https://crbs.nitiaayog.nic.in/eapplication/niticon/Registration.aspx লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে। 
বিজ্ঞপ্তি দেখতে  https://niti.gov.in/writereaddata/files/recruitment/Young-Professionals.pdf লিঙ্কে ক্লিক করুন। অনলাইনে আবেদন করা যাবে ২২ মে ২০১৯ পর্যন্ত। 

Read More