Home> Round Up 2014
Advertisement

২০১৪ সালে স্বীকৃতি পাওয়া পাঁচ অবাক করা বিশ্বরেকর্ড

২০১৪ সালে স্বীকৃতি পাওয়া পাঁচ অবাক করা বিশ্বরেকর্ড

৫) শক্তিশালী বাইসেপ- লিনসে লিন্ডবার্গের হাতের জোর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল।  নিজের বাইসেপেরা মাধ্যমে আটটা আপেল ভেঙেছেন, গরম জলের বোতল ভেঙেছেন, মোটা টেলিফোন ডায়রেক্টরিস ভেঙে অর্ধেক করে দিয়েছেন।

fallbacks

৪) বিড়ালের লম্বা লাফ- মার্কিন যুক্তরাষ্ট্রের বিড়াল অ্যালি অনেক দূর লাফাতে পারে। লাফ ৬ ফুট দূরত্ব অতিক্রম করে অ্যালি নামের বিড়াল গিনিস বুকে জায়গা পেয়েছে।

fallbacks

 

৩) ব্যবহার করা যায় এমন সবচেয়ে বড় গলফ স্টিক-- ২০ ফুট ২ ইঞ্চির মাপের বড় গলফ স্টিক বানিয়ে গিনিস রেকর্ড গড়লেন মাইকেল ফুরহা।  এত বড় ব্যাট দিয়ে গলফ বলকে পাঠালেন ৬৩ ফুট দূরে।

fallbacks

২) পা দিয়ে তিরন্দাজিতে সবচেয়ে দূরত্বের লক্ষ্যভেদ- একেবারে মহাবারতের অর্জুনের মত লক্ষ্যভেদ করার নজির। তবে সেটা পা দিয়ে। এমনই গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন।

fallbacks

১) লম্বা জিভ- গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে লম্বা জিভের নতুন নজির গড়লেন ক্যালিফোর্নিয়ার কমেডিয়ান অভিনেতা স্টোয়েবেয়ার্ল। তাঁর জিভের দৈর্ঘ্য ৩.৩৯ ইঞ্চি। স্টোয়েবেয়ার্লে ভাঙলেন স্টিফেন টেলরের বিশ্বরেকর্ড। এতদিন স্টিফেনের ৩.৮৬ ইঞ্চির জিভটাই ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম।

fallbacks

 

Read More